বাসের গায়ে লিখতে হবে পরিচালন সংস্থার নাম

সরকারি সূত্রের খবর, ধীরে ধীরে ফ্র্যাঞ্চাইজির হাত থেকে বাসের দায়িত্ব পুরোপুরি নিতে চায় নিগম। কিন্তু সেটা কবে হবে, স্থির হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০১৮ ০১:১০
Share:

প্রতীকী ছবি।

বাস আছে। কিন্তু কর্মী অপ্রতুল! তাই বাস চালাতে কোথাও কোথাও ‘ফ্র্যাঞ্চাইজি’র উপরে ‘ভরসা’ করতে হয় পরিবহণ নিগমকে। কিন্তু কোন বাসটি নিগম চালাচ্ছে আর কোনটি পরিচালনা করে ফ্র্যাঞ্চাইজি, তার স্পষ্ট উল্লেখ না-থাকায় নিরাপত্তার দায়দায়িত্ব কার, তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই এ বার বাসের গায়ে সংশ্লিষ্ট পরিচালক ‘ফ্র্যাঞ্চাইজি’র নাম লেখার বন্দোবস্ত করছে নিগম।

Advertisement

সরকারি সূত্রের খবর, ধীরে ধীরে ফ্র্যাঞ্চাইজির হাত থেকে বাসের দায়িত্ব পুরোপুরি নিতে চায় নিগম। কিন্তু সেটা কবে হবে, স্থির হয়নি। তাই আপাতত দায়দায়িত্ব ভাগাভাগি করে নিতে ফ্র্যাঞ্চাইজি পরিচালিত বাসের বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে পরিবহণ দফতর। তাতেই বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজি যে-সব বাস চালাবে, সেগুলোর গায়ে পরিচালক সংস্থার নাম লিখতেই হবে। তাতে ওই বাসে যাত্রী-সুরক্ষার দায় পুরোপুরি ফ্র্যাঞ্চাইজির উপরেই বর্তাবে।

এক পরিবহণকর্তা বলেন, ‘‘কিছু ঘটলেই তো সরাসরি নিগমকে কাঠগড়ায় তোলা হয়। ফ্র্যাঞ্চাইজিরও দায়বদ্ধতা থাকা উচিত।’’ পরিবহণ সূত্রের খবর, ধীর গতিতে হলেও বাস ফ্র্যাঞ্চাইজি-মুক্ত করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে সব নিগমই। এক সরকারি কর্তার কথায়, ‘‘আস্তে আস্তে ফ্র্যাঞ্চাইজি পরিচালিত বাসের সংখ্যা কমিয়ে আনা হবে।’’

Advertisement

২৯ জানুয়ারি মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস-দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি এনবিএসটিসি বা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের হলেও ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচালনা করত বহরমপুর পুরসভা। সে-ক্ষেত্রে অভিযোগের নিশানায় ছিল নিগমই। এ বার তা থেকে ‘মুক্ত’ হতে চলেছে নিগমগুলি। এনবিএসটিসি ছাড়াও পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমে ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত নতুন নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে পরিবহণ দফতর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement