গত সপ্তাহে হাই কোর্টের নির্দেশে রাত ১১টায় সিবিআইয়ের মুখোমুখি হন শান্তিপ্রসাদ। সিবিআই সূত্রে খবর, তাঁকে জেরা সিবিআই যা জানতে পেরেছে, তা মিলিয়ে দেখতেই চার জনকে আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবা হয়েছিল। শান্তিপ্রসাদকে জেরার পর শুক্রবার এই চার জনকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে যেতে বলা হয়। কিন্তু তাঁরা হাজির হননি।
ফাইল চিত্র।
স্কুলে শিক্ষক ও কর্মী দুর্নীতি মামলায় সিবিআই দফতরে হাজিরা দিলেন উপদেষ্টা কমিটির চার সদস্য। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে গঠন করা ওই উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিন্হাকে জিজ্ঞাসাবাদে যা তথ্য উঠে এসেছে, তা যাচাই করতেই সুকান্ত আচার্য, প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায়, অলোককুমার সরকার এবং তাপস পাঁজাকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সোমবার দুপুরেই ওই চার সদস্যকে সিবিআই-এর কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। নির্দেশ ছিল, সুকান্ত এবং প্রবীরকুমারকে দুপুর ২টোর মধ্যে সিবিআই-এর যেতে হবে। তাঁদের নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল বিধাননগর পুলিশ কমিশনারেটকে। দুপুর ৩টের মধ্যে হাজির হওয়ার কথা ছিল অলোককুমার ও তাপসের। তাঁদের সেখানে নিয়ে যাওয়ার ভার দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল)-কে। ওই নির্দেশের চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চেও মামলা করা হয়েছে। কিন্তু ওই মামলায় এখনও কোনও রায় না আসায় চার জনকে তদন্তকারীদের মুখোমুখি হতেই হল।
গত সপ্তাহে হাই কোর্টের নির্দেশে রাত ১১টায় সিবিআইয়ের মুখোমুখি হন শান্তিপ্রসাদ। সিবিআই সূত্রে খবর, তাঁকে জেরা সিবিআই যা জানতে পেরেছে, তা মিলিয়ে দেখতেই চার জনকে আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবা হয়েছিল। শান্তিপ্রসাদকে জেরার পর শুক্রবার এই চার জনকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে যেতে বলা হয়। কিন্তু তাঁরা হাজির হননি।