অগ্রগামী মহিলা সমিতির প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ। ধর্মতলা এলাকায়। —নিজস্ব চিত্র।
লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণের আইন অবিলম্বে কার্যকর করা এবং চাকরির ক্ষেত্রেও মহিলাদের জন্য সংরক্ষণের দাবি নিয়ে ‘মহিলা প্রতিবাদ দিবস’ পালন করল ফরওয়ার্ড ব্লকের সংগঠন অগ্রগামী মহিলা সমিতি।
অগ্রগামী মহিলা সমিতির প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ। ধর্মতলা এলাকায়। —নিজস্ব চিত্র।
পারিবারিক, সামাজিক ও কর্মক্ষেত্রে মহিলাদের হয়রানি বন্ধ করার দাবি, লাগাতার নারী নির্যাতনের ঘটনা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবদ্ধির প্রতিবাদ-সহ একগুচ্ছ বিষয়কে সামনে রেখে বুধবার পথে নেমেছিল তারা। আর জি কর-কাণ্ডে দ্রুত তদন্ত ও ন্যায়-বিচারের দাবিও তুলেছেন মহিলা সমিতির নেতৃত্ব ও কর্মীরা। ঘোষিত সব দাবি নিয়ে এ দিন কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হয়েছে অগ্রগামী মহিলা সমিতির রাজ্য কমিটির উদ্যোগে। ধর্মতলার মোড়ে কিছু ক্ষণ অবরোধ করে বিক্ষোভও হয়েছে। মিছিলের সামনে ছিল সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত ‘ঝাঁসির রানি ব্রিগেড’। ধর্মতলায় বিক্ষোভ-জমায়েতে বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক ডলি রায়, রত্না দাস, ঝুমা দাস প্রমুখ।