নেতাজি সুভাষচন্দ্র বসু।
কংগ্রেস ছেড়ে বেরিয়ে পৃথক দল প্রতিষ্ঠার পরে নেতাজি সুভাষচন্দ্র বসু যে ‘ফরওয়ার্ড’ পত্রিকা চালাতেন, তার সংকলন প্রকাশিত হয়েছিল আগেই। এ বার নেতাজির জন্মের ১২৫ বছর উদযাপনের সমাপ্তিতে তাঁর ‘আজাদ হিন্দ’ পত্রিকার সংকলন প্রকাশ করবে ফরওয়ার্ড ব্লক। দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় শুক্রবার বলেছেন, ‘‘জার্মানিতে নেতাজি ওই পত্রিকা চালাতেন। ইংরেজি ও জার্মান, একসঙ্গে দুই ভাষায় লেখা থাকত প্রতি সংখ্যায়। সেই পত্রিকার সন্ধান আমরা পেয়েছি নেতাজি গবেষকদের সহায়তার। ‘আজাদ হিন্দ’ পত্রিকার সংকলন আমরা প্রকাশ করব।’’ আগামী ২১ ফেব্রুয়ারি এর সঙ্গে আরও দু’টি সংকলন ফ ব-র প্রকাশ করার কথা। তার মধ্যে একটিতে স্বামী বিবেকানন্দ, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর, মথুরালিঙ্গম থেবর-সহ অনেকের সমাজতন্ত্র ও সমাজ-ভাবনা এক মলাটে আনা হবে।