—প্রতিনিধিত্বমূলক ছবি।
সিপিএম এবং সিপিআইয়ের পরে এ বার মণিপুরে গিয়ে হিংসা-দুর্গত মানুষের সঙ্গে কথা বলল বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিদল। ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি দল মণিপুরে গিয়েছে। শিবিরে থাকা মৈতি ও কুকি, দুই গোষ্ঠীর লোকজনের সঙ্গেই তাঁরা কথা বলেছেন। শিবিরে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন দিয়েছেন। ফ ব নেতারা গিয়েছিলেন মৈরাঙেও, যেখানে আজাদ হিন্দ বাহিনী নিয়ে পৌঁছেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। মৈরাঙে ফ ব-র স্থানীয় শাখা এখনও রয়েছে। ইম্ফলে ফিরে মঙ্গলবার নরেনবাবু বলেন, ‘‘শিবিরে অবর্ণনীয় পরিস্থিতিতে রয়েছেন মানুষ। মণিপুর রাজ্যের এবং কেন্দ্রের বিজেপি সরকারকে গোটা পরিস্থিতির দায় নিতে হবে।’’