নটবর বাগদি। ফাইল চিত্র
প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক নটবর বাগদি (৭৫)। পুরুলিয়ার রঘুনাথপুর থেকে চার বার সিপিএমের বিধায়ক হিসেবে তিনি নির্বাচিত হলেও পরে দল ছেড়ে পিডিএসে যোগ দিয়েছিলেন, সেই দলেরই রাজ্য সভাপতি ছিলেন। হৃদ্যন্ত্রের সমস্যার জন্য বোকারোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল নটবরবাবুকে। অস্থায়ী পেসমেকার বসিয়ে কলকাতায় নিয়ে আসার কথা ছিল। কিন্তু বোকারোতেই রবিবার তিন বার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মরদেহ পুরুলিয়ায় আনা হলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর তরফে শ্রদ্ধা জানানো হয়, ছিলেন সমীর পূততুণ্ড, অনুরাধা পূততুণ্ডেরা। ভাল ফুটবল খেলোয়াড় ছিলেন নটবরবাবু, খেলোয়াড় হিসেবেই দুর্গাপুর স্টিল প্ল্যান্টে (ডিএসপি) চাকরি পেয়েছিলেন। পরে সেই চাকরি ছেড়ে সিপিএমের সর্বক্ষণের কর্মী ও বিধায়ক হন। ট্রেড ইউনিয়ন করেছেন, কৃষক-ক্ষেতমজুর সংহতি সংগঠনের সভাপতিও ছিলেন। তাঁর মৃত্যুতে বাম গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ আন্দোলনের ক্ষতির কথাই শোকবার্তায় বলেছেন বাম নেতৃত্ব।