Minister

প্রয়াত প্রাক্তন মন্ত্রী নূরে আলম

নূরে আলমের স্ত্রী মুমতাজ সঙ্ঘমিতা ছিলেন তৃণমূলের সাংসদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ০৪:০৭
Share:

নূরে আলম। ছবি সংগৃহীত

প্রয়াত হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী নূরে আলম চৌধুরী (৭৮)। কলকাতার বাড়িতে রবিবার হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। বিচারপতি পদ থেকে তিনি অবসর নিয়েছিলেন ২০০৫ সালে। তৃণমূলের প্রতীকে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে বীরভূমের মুরারই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন ২০১১ সালে, সে বারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নূরে আলমকে মন্ত্রিসভায় নিয়ে আসেন। পরের বার, ২০১৬ সালে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করেনি। নূরে আলমের স্ত্রী মুমতাজ সঙ্ঘমিতা ছিলেন তৃণমূলের সাংসদ। প্রাক্তন মন্ত্রী ও অবসরপ্রাপ্ত বিচারপতির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement