অনেক বছর ধরেই কলকাতার বাইরে দলীয় বৈঠকে যেতে পারেন না। এই প্রথম নিজের শহরেও কেন্দ্রীয় কমিটির বৈঠকে গরহাজির থাকলেন তিনি।
পার্টি কংগ্রেসের আগে দলের রাজনৈতিক ও কৌশলগত লাইনের দিশা ঠিক করতে কলকাতায় শুক্রবার থেকে শুরু হয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। প্রথম দিন অন্তত আলিমুদ্দিনে ঢুকতে দেখা যায়নি প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি। দলীয় সূত্রের খবর, অসুস্থতার জন্যই বৈঠকে আসতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও গুরুতর অসুস্থতার পরেও বারকয়েক আলিমুদ্দিনে এসেছিলেন তিনি। এখন শীতের জেরে ফের জবুথবু হয়ে গিয়ে বাড়ি থেকে বেরোনো হয়নি তাঁর।
দলের একটি সূত্রের বক্তব্য, শারীরিক কারণেই যে তাঁর পক্ষে বৈঠক বা অন্যান্য কর্মসূচিতে যাওয়া হচ্ছে না, তা জানিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে চিঠি পাঠিয়েছেন বুদ্ধবাবু। ইয়েচুরি অবশ্য চেষ্টা চালাচ্ছেন, কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষ পর্বে অন্তত কিছু সময়ের জন্যও যদি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাজির করানো যায়। দলীয় সূত্রেই আরও ব্যাখ্যা মিলছে, শারীরিক অসুবিধা সামলেও দু’বেলা কিছু সময় করে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আসতে পারতেন বুদ্ধবাবু। কিন্তু দলের কোনও পদে আর থাকবেন না বলে এ বার তিনি বদ্ধপরিকর। ইতিমধ্যেই সূর্যকান্ত মিশ্র, বিমান বসুদের তিনি জোরালো ভাবে জানিয়ে দিয়েছেন, এ বারের রাজ্য সম্মেলনের পরে তাঁকে যেন আর রাজ্য সম্পাদকমণ্ডলী বা রাজ্য কমিটিতেও না রাখা হয়। কেন্দ্রীয় কমিটিতে এখন তিনি বিশেষ আমন্ত্রিত। দলের কোনও স্তরে ‘মুখ’ হিসাবে আর নিজেকে রাখতে চান না বলেই বৈঠকে যোগ দিতে তাঁর অনীহা বেড়েছে বলে ওই সূত্রের বক্তব্য।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির এক সদস্য অবশ্য বলছেন, ‘‘ওঁর মতামতের গুরুত্ব এখনও দলের কাছে অন্য রকম। কিছু সময়ের জন্য বৈঠকে এলেও সেটা পাওনা!’’