পুরসভার প্রাক্তন সচেতক প্রয়াত

সিপিএমের যাদবপুর এরিয়া কমিটির সদস্য অমলবাবু হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেখানেই এ দিন তাঁর মৃত্যু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ০২:৪৭
Share:

অমল মিত্র।—নিজস্ব চিত্র।

কলকাতা পুরসভায় বামফ্রন্টের প্রাক্তন মুখ্য সচেতক এবং সিপিএম নেতা অমল মিত্রের (৭৩) মৃত্যু হল রবিবার। যাদবপুরের সিপিএম নেতা অমলবাবু পরপর পাঁচ বার ১১৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। যাদবপুর ও বেহালা কলকাতা পুর-এলাকায় অন্তর্ভুক্ত হওয়ার পিছনে তাঁর বিশেষ ভূমিকা ছিল। পুরসভার ১১ নম্বর বরো-র প্রথম চেয়ারম্যানও হয়েছিলেন তিনি। সিপিএমের যাদবপুর এরিয়া কমিটির সদস্য অমলবাবু হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেখানেই এ দিন তাঁর মৃত্যু হয়। শেষকৃত্য হয়েছে গড়িয়া শ্মশানে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ী অমলবাবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। শোক জানিয়েছেন অন্যান্য দলের পুরসভার নেতারাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement