বিজেপির ধান-অভিযোগ ওড়ালেন খাদ্যমন্ত্রী

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ বৃহস্পতিবার অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ধানের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ১৭৫০ টাকা ঘোষণা করলেও এ রাজ্যে কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি অন্তত ৪০০ টাকা কম দামে ধান কেনা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:২৭
Share:

—ফাইল চিত্র।

কৃষকদের কাছ থেকে রাজ্য সরকারের ধান কেনায় আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলল বিজেপি। এ বিষয়ে সিবিআই তদন্তের দাবিতে আন্দোলনে নামছে তারা। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অবশ্য বিজেপির অভিযোগ ‘অজ্ঞতার ফসল’ বলে উড়িয়ে দিয়েছেন।

Advertisement

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ বৃহস্পতিবার অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ধানের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ১৭৫০ টাকা ঘোষণা করলেও এ রাজ্যে কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি অন্তত ৪০০ টাকা কম দামে ধান কেনা হচ্ছে। কিন্তু তাঁদের দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে, তাঁরা ১৭৫০ টাকা প্রতি কুইন্টাল দরে দাম পেয়েছেন। রাহুলবাবু বলেন, ‘‘চালকল, সমবায় এবং খাদ্য দফতরের যোগসাজশে কৃষকের টাকা আত্মসাৎ করার এই চক্রান্ত চলছে। মুখ্যমন্ত্রী যদি এতে যুক্ত না থেকে থাকেন, তা হলে তিনি এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিন।’’ধান কেনাবেচায় ‘দুর্নীতি’র সিবিআই তদন্তের দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি মেদিনীপুর, কৃষ্ণনগর, বর্ধমান এবং হাওড়ায় জেলাশাসকদের দফতরে বিক্ষোভ দেখাবে বিজেপি।

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়বাবু বলেন, ‘‘রাহুলবাবুরা ধান-চাল নিয়ে কিছুই জানেন না। এ রাজ্যে কেন্দ্রের তিনটি এবং রাজ্যেরদুটি সংস্থা সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনে। সেখানে কম সহায়ক মূল্য দেওয়া যায় না। যারা এ সব করে, তারা গ্রেফতার হয়। যেমন ৩১৪ জন গ্রেফতার হয়েছে। ৪১৮৪ মেট্রিক টন ধান উদ্ধার হয়েছে।’’ জ্যোতিপ্রিয়বাবুর পাল্টা দাবি, ‘‘ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কোথা থেকে চাল কেনে, সেটা জানতে বরং সিবিআই তদন্ত করুক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement