Election Commission

Election Commission: রাজ্যে প্রায় সাড়ে সাত কোটি ভোটার, চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

কয়েক মাস আগেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনের কাজ শুরু করার কথা ঘোষণা করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ১৫:১৮
Share:

প্রতীকী ছবি।

রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বুধবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক ওই তালিকা প্রকাশ করেন।

Advertisement

২০২২ সালের স‌ংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ৭৮ লক্ষ ৩৫১। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৪ লক্ষ ৯৮ হাজার ৮১৭। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৬৪২ জন।

কয়েক মাস আগেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনের কাজ শুরু করার কথা ঘোষণা করেছিল। খসড়া ভোটার তালিকায় রাজ্যের প্রায় ৭৯ হাজার বুথে মোট ৭ কোটি ৩২ লক্ষ ৩৩ হাজার ২৬৭ জন ভোটারের নাম নথিভুক্ত হয়েছিল। তার মধ্যে ৩ কোটি ৭৩ লক্ষ ৩১ হাজার ৬৫৭ জন পুরুষ, ৩ কোটি ৫৯ লক্ষ ৭৩ জন মহিলা এবং ১ হাজার ৫৩৭ জন তৃতীয় লিঙ্গের ভোটারের নাম ছিল।

Advertisement

খসড়া ভোটার তালিকায় প্রতি হাজার পুরুষ ভোটার পিছু মহিলা ভোটারের সংখ্যা ছিল ৯৬২। চূড়ান্ত ভোটার তালিকায় তা বেড়ে হয়েছে ৯৬৬। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরবচ্ছিন্ন ভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। কোনও নাগরিকের নাম বাদ পড়লে তিনি কমিশন-নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে অভিযোগ জানাতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement