প্রতীকী ছবি।
মাঠে শুকিয়ে গিয়েছে আমন ধান। সেচের জলের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ চাষিদের। সেই ক্ষোভে পূর্ব বর্ধমানের আউশগ্রামে বেশ কয়েক বিঘা জমির ধান পুড়িয়ে বিক্ষোভ দেখালেন চাষিরা।
রবিবার আউশগ্রামের দিগনগরে চাষিরা যখন এ ভাবে বিক্ষোভ দেখালেন, সেখান থেকে কিলোমিটার চারেক দূরে তখন কৃষিমেলার উদ্বোধনে পৌঁছন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য জানান, ধানজমিতে আগুন ধরানোর কথা তাঁর জানা নেই। তিনি বলেন, ‘‘এ বার সার্বিক ভাবে বৃষ্টির অভাবে খানিক সমস্যা দেখা দিয়েছে। সেচ দফতরের মাধ্যমে চাষিদের যতটা সম্ভব সহায়তা করার চেষ্টা হয়েছে।’’
জলের অভাবে আমন চাষে সমস্যা হচ্ছে, পুজোর আগেই এই অভিযোগে পূর্ব বর্ধমানের নানা এলাকায় সরব হন চাষিরা। তাঁদের দাবি, বৃষ্টি কম হওয়ায় জলের আকাল রয়েছে। সেচের জল মিলছে না। দিগনগর ২ পঞ্চায়েতের লক্ষ্মীগঞ্জের চাষি বুড়ো টুডু, মুনু হাঁসদাদের দাবি, সেচের জল তাঁদের এলাকা পর্যন্ত পৌঁছয়নি। তাঁদের অভিযোগ, ‘‘জলের অভাবে ধান শুকিয়ে গেলেও কোনও প্রশাসনিক উদ্যোগ নজরে পড়েনি।’’
কৃষিমন্ত্রীর অবশ্য দাবি, আগে এই এলাকায় সেচের ব্যবস্থা হয়নি। গত সাত বছরে অনেকটা উন্নতি করা হয়েছে। কৃষি সেচ যোজনার মাধ্যমে চাষিদের যন্ত্র দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।