রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান-সহ একাধিক জেলায়। নিম্নচাপের এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে মালদহ জেলার বিস্তীর্ণ এলাকার জমির ফসল। কয়েক কোটি টাকার ফসল নষ্টের আশঙ্কা করছেন চাষিরা। চাঁচোল, মালতিপুর, গাজোল, পুরনো মালদহ-সহ একাধিক ব্লকে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়েছে।
মঙ্গলবার ভোর রাত থেকেই শুরু হয়েছে ঝড়বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টি। ফলনে ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা বীরভূমের চাষিদের। এখন বোরো ধান কাটার কাজ চলছে জোরকদমে। বৃষ্টির কারণে ধানকাটা মেশিন নামানো যাবে না জমিতে। তাতে ধান ঘরে তুলতে আরও সময় লাগবে। যে সমস্ত জমিতে ধান কেটে রাখা ছিল সেই ধান ভিজে গিয়েছে। ফলে মাথায় হাত একটা বড় অংশের চাষিদের।