ganga

বর্ষার আগেই গঙ্গায় ভাঙন রঘুনাথগঞ্জে, প্রশাসনিক উদাসীনতার অভিযোগ বাসিন্দাদের

শনিবার সকাল থেকেই গঙ্গার পার ভাঙতে শুরু করেছে। ইতিমধ্যেই প্রায় ৩০০ মিটারের বেশি এলাকা জুড়ে পাড় ভেঙে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২১ ১৫:৫১
Share:

ভাঙছে গঙ্গার পাড়। নিজস্ব চিত্র।

বর্ষার আগেই মুর্শিদাবাদ জেলাতে গঙ্গায় ফের ভাঙন শুরু হয়েছে। শনিবার সকাল থেকে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের শেওড়াতলা ঘাটে ভাঙন শুরু হয়। এই ভাঙনের জেরে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।

Advertisement

এলাকার বাসিন্দারা জানান, শনিবার সকাল থেকেই গঙ্গার পাড় ভাঙতে শুরু করেছে। ইতিমধ্যেই প্রায় ৩০০ মিটারের বেশি এলাকা জুড়ে পাড় ভেঙে গিয়েছে। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রশাসনকে জানানোর পরেও কোনও সাহায্য মেলেনি বলেই স্থানীয়দের অভিযোগ।

Advertisement

মুর্শিদাবাদ জেলায় গঙ্গার ভাঙন একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্থানীয়দের অভিযোগ, একের পর এক ভোট পেরিয়ে গেলেও এই সমস্যার সমাধান হয় না। এই ভাঙনের জেরে ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি-সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। এ বছর ফের বর্ষার আগে এই ভাঙনের জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে রঘুনাথগঞ্জে। যদিও প্রশাসনের আধিকারিকরা এই বিষয়ে কিছু বলতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement