Crime against Women

Crime Against Women: নারী নিগ্রহের নাগরিক প্রতিবাদ

তাঁদের সকলেরই বক্তব্য, নারী নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ কেবল মহিলাদেরই দায়িত্ব নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ০৭:০৬
Share:

নারী নিগ্রহের প্রতিবাদে নাগরিক ধিক্কার সভা। মৌলালি যুব কেন্দ্রে।

নদিয়া-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণ এবং নারী নিগ্রহের যে লাগাতার ঘটনা ঘটে চলেছে, তার বিরুদ্ধে সরব হলেন সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্ট নাগরিকেরা। ঘটনার প্রতিবাদের পাশাপাশি মানসিকতা তথা দৃষ্টিভঙ্গির বদল আনার পক্ষেও সওয়াল করেছেন তাঁরা। মৌলালি যুব কেন্দ্রে বৃহস্পতিবার ‘নারী নিগ্রহ-বিরোধী নাগরিক কমিটি’র ডাকে ধিক্কার সভায় উপস্থিত ছিলেন সমাজকর্মী মীরাতুন নাহার, নাগরিক আন্দোলনের সুজাত ভদ্র, বাস্কেটবলের জাতীয় কোচ অনিতা রায়, মহিলা ফুটবলের জাতীয় কোচ কুন্তলা ঘোষ দস্তিদার, চিকিৎসক নূপুর বন্দ্যোপাধ্যায়, ‘বুদ্ধিজীবী মঞ্চের’ সম্পাদক দিলীপ চক্রবর্তী, প্রাক্তন ফুটবলার সূর্যবিকাশ চক্রবর্তী প্রমুখ। তাঁদের সকলেরই বক্তব্য, নারী নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ কেবল মহিলাদেরই দায়িত্ব নয়। কমিটির সম্পাদক কল্পনা দত্তের হুঁশিয়ারি, ‘‘এর পরে যখনই এমন নারী নির্যাতন বা ধর্ষণের ঘটনা ঘটবে এবং মুখ্যমন্ত্রী তাকে আড়াল করার চেষ্টা করবেন, আমরা মুখ্যমন্ত্রীর দফতরের সামনেই ধর্না দিতে চলে যাব এবং যে জেলায় ঘটবে, সেখানে প্রশাসনিক প্রধানের দফতরে হাজির হব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement