আলিপুরদুয়ারে হাতির মৃত্যু। নিজস্ব চিত্র।
ফের ফসল বাঁচাতে হাতি নিধন। কেরলের মল্লাপুরমের পরে এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে। তবে আনারসে ভরা বোমায় নয়, বেআইনি বিদ্যুতের বেড়ায়।
রাজ্য বন দফতরের তরফে জানানো হয়েছে, বক্সা ব্যাঘ্রপ্রকল্প লাগোয়া গ্রামের ওই কৃষক বিদ্যুতের তার দিয়ে খেত ঘিরেছিলেন। আর সেই তারের সংস্পর্শে এসেই তড়িদাহত হয়ে মারা পড়েছে ৪০ বছরের মাকনা হাতিটি।
রাজ্যের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা জানিয়েছেন, বক্সা ব্যাঘ্রপ্রকল্পের পূর্ব ডিভিশনের অন্তর্গত দক্ষিণ রায়ডাক রেঞ্জে মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটে। খবর পেয়েই স্থানীয় মরাকাটা বিটের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। অভিযুক্ত কৃষককে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: ‘আমরা ঘুমোলে ভাইরাসও ঘুমিয়ে পড়ে’, পাকিস্তানে নেতার বক্তব্য শুনে হাসির রোল
আরও পড়ুন: প্রেমিক ছেড়ে গিয়েছে, সেই দুঃখে মদ্যপ মহিলার কাণ্ডে বিপদে পড়ল গোটা বিমান