সকাল থেকে শাসকদলের তাণ্ডবের অভিযোগ জানিয়ে বিভিন্ন এলাকা থেকে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ পত্র পাঠাতে শুরু করে সিপিএম, কংগ্রেস, বিজেপি সহ বিরোধীদলগুলো। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল ১১টা পর্যন্ত হাওড়ায় ২৩ শতাংশ, বিধাননগরে ৩৬ শতাংশ, আসানসোলে ২৯ শতাংশ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে ৩২ শতাংশ ভোট পড়ে।
বিজেপি রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে, হাওড়ার ৬১ নম্বর ওয়ার্ডে ভোটারদের ভোট দিতে বাধা দিয়েছে তৃণমূল। কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী ফ্যাক্স মারফত অভিযোগ জানান রাজ্য নির্বাচন কমিশনকে। তাঁর অভিযোগ, মুর্শিদাবাদের ভরতপুর গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনে সকাল থেকেই বুথ দখল করে সাধারণ ভোটারদের ভোট দিতে বাধা দেয় তৃণমূলের কর্মীরা।