—প্রতীকী চিত্র।
গত লোকসভা ভোটে ‘ভাল কাজের’ ফল পেলেন এ রাজ্যের চার জেলাশাসক। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং জলপাইগুড়ির জেলাশাসককে পুরস্কৃত করল জাতীয় নির্বাচন কমিশন।
শনিবার, জাতীয় ভোটার দিবসে কমিশনের স্বীকৃতি পাওয়ার কথা ওই চার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-এর। কমিশন সূত্রে খবর, মূলত ভোটার তালিকা সংশোধন এবং গত লোকসভা ভোটে অভিনব প্রচার কৌশলের জন্যই তাঁদের পুরস্কৃত করা হচ্ছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকা ত্রুটিমুক্ত করা এবং ভোটার তালিকায় নতুন নাম সংযোজনে পদক্ষেপের জন্য পুরস্কৃত করা হল পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নমবলম এবং বাঁকুড়ার ডিএম সিয়াদ এন-কে। ভোটদানে সচেতনতা বৃদ্ধির কাজে পদক্ষেপের জন্য পুরস্কৃত হলেন দক্ষিণ ২৪ পরগনার ডিএম সুমিত গুপ্ত ও জলপাইগুড়ির ডিএম শামা পরভিন।