Rape

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, ধৃত প্রৌঢ়

ময়নাগুড়িতে ফিজ়িয়োথেরাপিস্ট এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রবীণ এক ব্যক্তির বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০২০ ০৫:৩৫
Share:

প্রতীকী ছবি।

কোথাও কিশোরীকে ভয় দেখিয়ে মাসের পর মাস ধর্ষণের অভিযোগ। কোথাও অভিযোগ বাড়িতে শুশ্রূষায় আসা মহিলা ফিজ়িয়োথেরাপিস্টকে ধর্ষণের চেষ্টার। আবার কোথাও নাবালিকাকে ট্রাকে তুলে অপহরণের নালিশ। আন্তর্জাতিক নারী দিবসের পরপরই তিন ঘটনায় মেয়েদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

Advertisement

জলপাইগুড়ির কামাখ্যাগুড়িতে নবম শ্রেণির এক কিশোরীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রৌঢ়ের বিরুদ্ধে। পুলিশ সূত্রের খবর, ধর্ষণের ফলে সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ১৪ বছরের ওই কিশোরীকে পেশায় মিস্ত্রি স্থানীয় এক প্রৌঢ় ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। চার মাস আগে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

ওই জেলারই ময়নাগুড়িতে ফিজ়িয়োথেরাপিস্ট এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রবীণ এক ব্যক্তির বিরুদ্ধে। ময়নাগুড়ির এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অভিযুক্ত পলাতক বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ বলে পরিচিত। ময়নাগুড়িতে আক্রান্ত ও নিহত তৃণমূল নেতা ভোম্বল ঘোষের চিকিৎসা বাবদ খরচের একটা অংশ তিনি জুগিয়েছিলেন বলে খবর। পুলিশে ওই মহিলার অভিযোগ, তিনি গত ন’দিন ধরে এক বৃদ্ধাকে ফিজ়িওথেরাপি করাতে যাচ্ছেন। অভিযোগ, সোমবার সন্ধেয় ফিজ়িয়োথেরাপি করানোর সময় বৃদ্ধার ছেলে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। কোনও ভাবে তিনি পালিয়ে আসেন বলে দাবি অভিযোগকারিণীর। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

অপহরণের ঘটনাটি কোচবিহারের। সোমবার রাতে মেখলিগঞ্জের রানিরহাট এলাকা থেকে এক নাবালিকাকে ট্রাকে তুলে নিয়ে যায় এক চালক। নাবালিকার বাবা জানান, রাতে ডিম কিনতে তাঁর মেয়ে বাড়ির কাছে একটি দোকানে গিয়েছিল। ফেরার পথে এক ট্রাকচালক তাকে ট্রাকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে নাবালিকাকে উদ্ধারের জন্য মেখলিগঞ্জ থানার ওসি রাজু সোনার নিজে বাহিনী নিয়ে ট্রাকটির খোঁজ চালান। পাঁচ ঘণ্টা পর মাদারিহাটের একটি পেট্রল পাম্প সংলগ্ন এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করেন তিনি। তবে ট্রাকচালকের খোঁজ মেলেনি। ওই ঘটনায় নানা সিংহ নামে এক ট্রাকচালকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার বাবা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement