West Bengal News

নারদ যোগ? এ বার সাধন পাণ্ডের মেয়ের কাছে নথি তলব করল ইডি

রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর নজরে। আগামী সপ্তাহের মধ্যেই তাঁকে বেশ কিছু নথিপত্র জমা দিতে বলেছে ইডি। ওই তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তাঁকে জেরাও করা হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ১৯:২০
Share:

সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর নজরে। ছবি: ফেসবুক।

রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর নজরে। আগামী সপ্তাহের মধ্যেই তাঁকে বেশ কিছু নথিপত্র জমা দিতে বলেছে ইডি। ওই তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তাঁকে জেরাও করা হতে পারে।

Advertisement

এর আগে রোজভ্যালি-কাণ্ডে তলব করা হয়েছিল শ্রেয়াকে। সেই সময়ে বেশ কিছু নথিও তিনি জমা দিয়েছিলেন। কিন্তু নতুন করে ফের কেন তাঁর কাছে নথি চাওয়া হচ্ছে, কেনই বা তাঁর সঙ্গে ইডি কথা বলতে চাইছে, সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি শ্রেয়া পাণ্ডে।

যদিও ইডি সূত্রে খবর, নারদ মামলায় কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁ স্ত্রী রত্না চট্টোপাধ্যারের পরিচিতদের জেরা করার পরেইশ্রেয়ার সঙ্গে ফের কথা বলতে চাইছেন গোয়েন্দারা। ওই মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে। তাঁদের জেরা করে নতুন তথ্যও উঠে আসে। আরও কয়েকজনকে ফের তলব করার প্রক্রিয়াও চলছে।

Advertisement

আরও পড়ুন: মাফিয়া-পুলিশের ‘আঁতাঁত’! থানা থেকে সাঙ্কেতিক কার্ড কিনলেই ছাড় পাচ্ছে লরি

আরও পড়ুন: বকেয়া ডিএ চলতি মাসেই, বললেন মুখ্যমন্ত্রী, প্রতারণামূলক ঘোষণা

নারদ মামলার সঙ্গে শ্রেয়ার কোনও যোগ রয়েছে কিনা, তা অবশ্য জানা যায়নি। এ বিষয়ে শ্রেয়া পাণ্ডেকে ফোন করা হলে তিনি বলেন, “আমার কাছে কিছু নথি চাওয়া হয়েছে। এর আগেও তলব করা হয়েছিল আমাকে। কিছুনথি চাওয়া হয়। দিয়েছিলাম। এবারও সব পাঠিয়ে দেব।” শ্রেয়া পাণ্ডের ইন্টেরিয়ার ডিজাইনিং কোম্পানি রয়েছে। ওই কোম্পানির সঙ্গে রোজভ্যালি-কাণ্ডের যোগ সূত্র মেলায়, তাঁকে তলব করেছিল ইডি।

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবরআমাদের রাজ্য বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement