Narada sting

Narada Sting: শুভেন্দু-মুকুলের নাম ছাড়াই নারদ মামলায় বিশেষ আদালতে চার্জশিট জমা দিল ইডি

২০১৬-র বিধানসভা ভোটের ঠিক আগে প্রকাশ্যে আসে নারদ-কাণ্ড। আদালতের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। পরে তাতে যোগ দেয় ইডি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৬
Share:

নারদ মামলার চার্জশিট জমা দিল ইডি। গ্রাফিক- সনৎ সিংহ

নারদ মামলায় চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চার্জশিটে নাম রয়েছে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, আইপিএস এসএমএইচ মির্জার। তাৎপর্যপূর্ণ ভাবে ওই চার্জশিটে নাম নেই শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের।

ওই চার্জশিটে নাম নেই তৃণমূল সাংসদ সৌগত রায় এবং কাকলি ঘোষ দস্তিদারদেরও। শুভেন্দু, মুকুল, সৌগত, কাকলি, হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার এবং ইকবাল আহমেদের বিরুদ্ধে আরও তদন্তের প্রয়োজনীয়তার কথা চার্জশিটে লিখেছে ইডি।

Advertisement

নারদ মামলায় ইডি-র চার্জশিটের অংশ।

এর আগে নারদ মামলায় চার্জশিট দিয়েছিল সিবিআই। এ বার বিশেষ আদালতে চার্জশিট জমা দিল ইডি। চার্জশিটে নাম থাকা বিধায়কদের বিরুদ্ধে বিধানসভার স্পিকারের কাছে সমন পাঠানো হবে। চার্জশিটে নাম থাকা বাকিদের সমন পাঠাবে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা।

২০১৬-র বিধানসভা ভোটের ঠিক আগে প্রকাশ্যে আসে নারদ-কাণ্ড। নারদের তোলা গোপন ভিডিয়োয় দেখা যায়, নেতা-নেত্রী-পুলিশ অফিসারদের টাকা নিতে। আদালতের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। তার পর সেই তদন্তে যোগ দেয় ইডি-ও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement