কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা দিচ্ছে না বলে অভিযোগ করে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। এ বার রাজ্যের দাবি উড়িয়ে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ করলেন বিজেপির অর্থনীতিবিদ-বিধায়ক অশোক লাহিড়ী। তিনি প্রশ্ন তুলেছেন, কেন্দ্র এমনি এমনি টাকা বন্ধ করে দেবে, এটা হয় নাকি? তাঁর যুক্তি, “২০২০-২১ অর্থবর্ষে কোভিডের সব চেয়ে বেশি প্রভাব ছিল। কর্মসংস্থান তৈরি হচ্ছিল না। তাই কেন্দ্রীয় সরকার ১০০ দিনের প্রকল্পে ১ লক্ষ ১১ হাজার ১৭০ কোটি টাকা বরাদ্দ করেছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কেন্দ্রীয় সরকার ভেবেছিল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাই ২০২১-২২ অর্থবর্ষে সেই বাজেট কমিয়ে ৭৩ হাজার কোটি টাকা করা হয়। পরে তা বাড়িয়ে ৯৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়। ২০২২-২৩ সালে সেটা আবার ৭৩ হাজার কোটি টাকা রাখা হয়েছে। ফলে, সেই অনুযায়ী রাজ্যগুলি টাকা পাচ্ছে।”
বালুরঘাটের বিধায়ক অশোকবাবুর বক্তব্য, ‘‘রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে প্রচার করেছিল ‘এগিয়ে বাংলা’। তারা বলেছিল, এক কোটি ১০ লক্ষ কর্মদিবস তৈরি করেছে। রাজ্যকে বুঝতে হবে, এটা ত্রাণের কাজ। পরিত্রাণের কাজ নয়। অন্য কোনও কাজ নেই বলেই ১০০ দিনের কাজ দিতে হচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে, রাজ্যের কর্মসংস্থানের অবস্থা কী‘” তাঁর আরও অভিযোগ, “এই রাজ্যে ১০০ দিনের কাজ নিয়ে দুর্নীতি হয়েছে। কেন্দ্রের অডিটে অনিয়ম ধরা পড়েছে। তারা অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে। রাজ্য এখনও সেই রিপোর্ট দেয়নি।’’
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা বলেন, “অশোক লাহিড়ী বিদ্বান মানুষ। ওঁকে অনুরোধ করব কেন্দ্রের রিপোর্টগুলো পড়ে দেখতে। শুধু পঞ্চায়েত দফতরই এ বছর ১৪ টা পুরস্কার পেয়েছে কেন্দ্রের কাছ থেকে। কেন্দ্রের বিচারে ১০০ দিনের কাজে দেশের সেরা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। অনিয়ম হলে পুরস্কার পেত?’’