—ফাইল চিত্র।
লোকসভা ভোটের প্রস্তুতি সংক্রান্ত বৈঠকে গরহাজির থাকলে পুলিশ পর্যবেক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
আগামী ১৪ মার্চ এবং ২৬ মার্চ সকাল ৯টা থেকে দিল্লির বিজ্ঞান ভবনের প্লেনারি হলে আসন্ন লোকসভা নির্বাচন এবং কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য পুলিস পর্যবেক্ষকদের ‘ব্রিফিং’ বৈঠক রয়েছে। ১৪ মার্চ প্রথম দফায় রাজ্যের সাত জন পর্যবেক্ষকের ওই বৈঠকে হাজির থাকার কথা। ২৬ মার্চ হাজির থাকার কথা নয় জন পুলিশ পর্যবেক্ষকের। এঁদের মধ্যে রয়েছেন সি ভি মুরলিধর, মান সিংহ, বি নাগা রমেশ, রাজেশ কুমার, দেবাশিস ধর, অজিত সিংহ যাদব, অঞ্জলি সিংহ প্রমুখ।
ওই ১৬ জনের প্রশিক্ষণের বিষয়ে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে চিঠি পাঠিয়েছে কমিশন। তাতে বলা হয়েছে, ওই বৈঠকে না থাকলে শৃঙ্খলাভঙ্গের দায়ে পড়তে হবে সংশ্লিষ্ট অফিসারকে।
জানুয়ারির শেষে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসেছিল। সেই সময় ওই বৈঠকে গরহাজির ছিলেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার। এ নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যের কাছে কৈফিয়ত তলব করেছিল কমিশন। সংশ্লিষ্ট মহলের মতে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই ‘ব্রিফিং’ বৈঠক নিয়ে কমিশনের এই হুঁশিয়ারি। যদিও অপর এক অংশের মতে, এই নির্দেশ সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।