—ফাইল চিত্র।
নির্বাচন কমিশনের নজরে এ বার ভিভিআইপি’দের স্থায়ী-অস্থায়ী হেলিপ্যাড। নজর থাকছে ছোট বিমানবন্দরগুলির উপরেও। শুক্রবার মুখ্যনির্বাচন কমিশনার সুনীল অরোরা এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার আঞ্চলিক অধিকর্তাকে এ নিয়ে সতর্ক করেছেন। ভোটের মরশুমে জেলায় জেলায় যেখানে হেলিকপ্টার বা ছোট বিমান নামবে, সেই সব স্থানের উপর নজরদারি চালাতে বলেছেন অরোরা। দ্রুত এ রাজ্যের হেলিপ্যাড ও ছোট বিমানবন্দরের নিরাপত্তা অডিট করে কমিশনে জমা দিতে বলেছেন তিনি।
অরোরা বলেন, ‘হেলিপ্যাডগুলির উপর কড়া নজর রাখতে হবে। দেখতে হবে, ‘ক্যাশ বক্স’ উঠছে –নামছে কিনা।’ একই নির্দেশ তিনি আয়কর বিভাগের ডিরেক্টর জেনারেল (অনুসন্ধান)’কেও দিয়েছেন। মুখ্যনির্বাচন কমিশনারকে তিনি জানান, কোনও স্পর্শকাতর এলাকায় নির্দিষ্ট খবর পেয়েও অভিযান চালানো যাচ্ছে না। কারণ, রাজ্য পুলিশের ডিজি’কে চিঠি লিখে ফোর্স চাইলেও পাওয়া যাচ্ছে না।
এ কথা শুনে বৈঠকে উপস্থিত রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রধানের কাছে জানতে চান অরোরা। তিনি জানান, এ সম্পর্কে কিছুই জানা নেই। কারণ, চিঠি সব ডিজি’র কাছে যায়। কমিশনের দুই কর্তা এতে বিস্মিত হয়ে নির্দেশ দেন, আয়কর বিভাগের সঙ্গে সহযোগিতা করতেই হবে।