বালি পুরসভাকে জুড়ে দেওয়ার পরিকল্পনার জেরে গত পুর নির্বাচনে হাওড়া পুর কর্পোরেশন বা নিগমের বাড়তি ওয়ার্ডে ভোট নিয়ে জট পাকিয়েছিল। অবশেষে সেই সংযোজন সাঙ্গ হয়েছে। পুনর্গঠিত হাওড়া পুর নিগমে সংয়োজিত এলাকার ভোটের জট কাটাতে রাজ্য নির্বাচন কমিশন আজ, শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছে।
রাজ্য নির্বাচন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায় বৃহস্পতিবার বলেন, ‘‘বালি পুরসভা হাওড়া পুর নিগমের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে এখনকার ওয়ার্ড ও সংরক্ষণ ব্যবস্থা অপরিবর্তিত রেখে শুধু বালি এলাকার জন্য নতুন ওয়ার্ড নম্বর ও সংরক্ষণ ব্যবস্থা করা সম্ভব নয়। কী ভাবে ওই সমস্যার সুরাহা করা যায়, সেই বিষয়ে সমাধানসূত্র খুঁজতেই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে।’’
হাওড়া পুর নিগমে ভোট হয়েছে ২০১৩-র শেষ দিকে। তার পরে সম্প্রতি হাওড়া পুর নিগমের সঙ্গে বালি পুরসভাকে যুক্ত করেছে রাজ্য সরকার। ফলে ওই পুর এলাকার মোট ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বেড়ে হয়েছে ৬৬। এখন হাওড়া পুর নিগমের সঙ্গে বালি যুক্ত হওয়ায় ওই পুর নিগমের ওয়ার্ড ও সংরক্ষণ বিন্যাসের ব্যাপক পরিবর্তন করতে হবে। তাতে নতুন করে জটিলতা সৃষ্টির সম্ভাবনা আছে।
আর সেই জটিলতা এড়াতে রাজ্য নির্বাচন কমিশন এখন রাজনৈতিক দলগুলির পরামর্শ চাইছে। অন্য দু’টি পুর নিগম, আসানসোল এবং বিধাননগরের সঙ্গে হাওড়া পুর নিগমের নতুন ১৬টি ওয়ার্ডে নির্বাচন হবে ৩ অক্টোবর।