AIDYO

AIDYO: প্রতিষ্ঠা দিবসে আন্দোলনের ডাক

চাকরির দাবি ও জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে জোরালো আন্দোলন গড়ে তোলার ডাক দিয়ে পালিত হল ডিওয়াইও-র ৫৭তম প্রতিষ্ঠা দিবস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ০৬:৩৫
Share:

ডিওয়াইও-র প্রতিষ্ঠা দিবস উদযাপন নিজস্ব চিত্র।

দেশ জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি। কর্মসংস্থানের ভয়াবহ অভাব, মূল্যবৃদ্ধি আকাশ ছাড়াচ্ছে। দেশের সেনাবাহিনীতে পর্যন্ত ঠিকা পদ্ধতিতে নিয়োগের পরিকল্পনা হচ্ছে। তার সঙ্গে গোটা দেশে রয়েছে সাম্প্রদায়িক বিভাজনের নীতি। আবার এই রাজ্যেও সব ক্ষেত্রেই দুর্নীতি, নিয়োগে ভূরি ভূরি বেনিয়মের অভিযোগ। এই পরিস্থিতিতে চাকরির দাবি ও জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে জোরালো আন্দোলন গড়ে তোলার ডাক দিয়ে পালিত হল ডিওয়াইও-র ৫৭তম প্রতিষ্ঠা দিবস। কলকাতায় কেন্দ্রীয় দফতরে ‘শহিদ বেদি’তে শ্রদ্ধা জানান রাজ্য সম্পাদক মলয় পাল ও যুব সংগঠনের অন্য নেতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement