NRB

পাহাড়ে এনআরবি

মিরিখে আজ, বৃহস্পতিবার এই কর্মসূচি হবে। এনআরবি এবং কর্মসংস্থানের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে ডিওয়াইএফআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ০৩:১১
Share:

দার্জিলিং পাহাড় চক বাজরে এনআরবি পুরণ কর্মসূচি। —নিজস্ব চিত্র।

চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের নাম জাতীয় বেরোজগার পঞ্জিতে (এনআরবি) নথিভুক্ত করার জন্য পাহাড়ে অভিযানে নামল যুব সিপিএম। দার্জিলিং পাহাড়ের চক বাজারে বুধবার এনআরবি-র ফর্‌ম পূরণের কর্মসূচি নিয়েছিল ডিওয়াইএফআই। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র। তাঁর দাবি, পাহাড়ের তরুণ-তরুণীদের মধ্যে সাড়া পাওয়া গিয়েছে ভালই। মিরিখে আজ, বৃহস্পতিবার এই কর্মসূচি হবে। এনআরবি এবং কর্মসংস্থানের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে ডিওয়াইএফআই। তার আগে প্রথমে ‘পাহাড় চলো’ এবং ১০ ফেব্রুয়ারি ‘চা বাগান চলো’র কর্মসূচি চালাচ্ছে যুব সিপিএম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement