Surjya Kanta Mishra

আক্রান্ত যুব নেতা, অভিযোগ সূর্যদের

তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অবশ্য ঘটনার সঙ্গে দলের যোগ অস্বীকার করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ০৩:২৫
Share:

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

নিজেদের উদ্যোগে এলাকা স্যানিটাইজ করতে গিয়ে শাসক দলের লোকজনের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ করল ডিওয়াইএফআই। কলকাতা পুরসভার ৯০ নম্বর ওয়ার্ডে রাসবিহারী এলাকায় স্যানিটাইজেশনের কাজ করার সময়ে ডিওয়াইএফআইয়ের কলকাতা জেলা সভাপতি কলতান দাশগুপ্ত তৃণমূলের লোকজনের হাতে আক্রান্ত হয়েছেন বলে সিপিএমের যুব সংগঠনের রাজ্য নেতৃত্বের অভিযোগ। পুলিশে অভিয়োগও দায়ের করেছেন তাঁরা। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অবশ্য ঘটনার সঙ্গে দলের যোগ অস্বীকার করেছেন। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের দাবি, ‘‘অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে দাবি, এই পরিস্থিতিতে পার্টিকে বাধ্য করবেন না পথে নামতে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement