Mamata Banerjee

Mamata Banerjee:উৎসবের প্রহর গুনছে বাংলা, রাজ্যের মানুষকে পুজোর শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

শনিবার সকালে টুইট করে তিনি সকলের জন্য শুভকামনা করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২১ ১০:৪৩
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। -ফাইল চিত্র।

মহাচতুর্থীর সকালে বাংলার মানুষকে শুভেচ্ছাবার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে টুইট করে তিনি সকলের জন্য শুভকামনাও করেছেন।

তাঁর টুইট শুরু হয়েছে গানের দু’টি লাইন দিয়ে। তারপর লিখেছেন, ‘উৎসব শুরুর প্রহর গুনছে বাংলা। জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে আকাশে,বাতাসে। মা দুর্গার আবির্ভাবলগ্নে সকলকে জানাই মহাচতুর্থীর আন্তরিক শুভেচ্ছা। সবার জীবন হয়ে উঠুক আনন্দমুখর।’

উৎসবের এই দিনগুলি করোনার ‘সুপার স্প্রেডার’ হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। জনস্বাস্থ্য সুরক্ষায় হাই কোর্ট থেকে রাজ্য সরকার বিধিনিষেধের বর্ম বাধ্যতামূলক করেছে। কিন্তু তাতে কে কতটুকু কর্ণপাত করছে! শুক্রবার, সন্ধ্যায় রাজপথে মানুষের ঢল সেই বিষয়ে সংশয় জাগিয়ে তুলেছে।

Advertisement

যে ভাবে এখন থেকেই রাস্তায় জনগণের ঢল নামতে শুরু করেছে তাতে ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন চিকিৎসকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement