এসএসসি-দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ। কলেজ স্কোয়ারে নিজস্ব চিত্র।
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতির প্রতিবাদে পথে নামল ডিএসও এবং ডিওয়াইও। কলেজ স্ট্রিটে সোমবার বিক্ষোভ মিছিল করে তারা। কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির সামনে এসএসসি-র চেয়ারম্যানের কুশপুতুল পোড়ানো হয়। বিক্ষোভে ডিওয়াইও-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুপ্রিয় ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্যে এখন চাকরি পাওয়ার মাপকাঠি শিক্ষাগত যোগ্যতা নয়, ‘কাটমানি’! এসএসসি, পিএসসি-সহ নিয়োগে দুর্নীতির সঙ্গে জড়িতদের কড়া শাস্তি দাবি করেন তাঁরা।