উদ্ধার হওয়া চোরাই সোনা। নিজস্ব চিত্র।
ঘোজাডাঙা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে চোরাই সোনার বিস্কুট। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স রেভিনিউ (ডিআরআই)-এর অফিসারেরা গোপন সূত্র খবর পেয়ে অভিযানে নামেন। বাংলাদেশ থেকে নদী পথে এ রাজ্যে হাতবদল হয়ে সোনার বিস্কুট ঢোকার সময় বাজেয়াপ্ত হয়।
গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই গোয়েন্দা অফিসারেরা ইছামতী নদীর ইটিংডাঙা ফেরি ঘাটে নজরদারি চালাচ্ছিলেন। এক পড়ুয়াকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। তার কাছ একটি ব্যাগ পাওয়া যায়। তাতে ১১২ টি সোনার বিস্কুট পাওয়া যায়। যার বাজারমূল্য ৪ কোটি ২০ লক্ষ।
ধৃত পড়ুয়াকে জেরা করে, তার বাড়ি থেকেও উদ্ধার হয় ৪৮ টি সোনার বিস্কুট। যার আনুমানিক বাজারমূ্ল্য ১ কোটি ৫৭ লক্ষ টাকা। ওই কিশোরের কাছ থেকে তথ্য পেয়ে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে বলে ডিআরআই সূত্রে খবর। এই দলে আরও অনেকে জড়িত আছেন বলে অনুমান গোয়েন্দাদের।