প্রতীকী ছবি।
রাজ্য চাইলেও ১ জুলাই থেকে কলকাতায় মেট্রো চালু হওয়া নিয়ে সংশয় থেকেই গেল। সোমবার রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের বৈঠকে দূরত্ববিধি মেনে চলা-সহ পরিষেবা সংক্রান্ত প্রশ্নের নিষ্পত্তি হয়নি। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মেট্রো চালুর বিষয়ে রেল বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন রাজ্যের মুখ্যসচিব।’’ মেট্রো কর্তৃপক্ষও জানিয়েছেন, রেল বোর্ডের নির্দেশ অনুযায়ী তাঁরা পদক্ষেপ করবেন।
এ দিন নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পরিবহণসচিব প্রভাত মিশ্র, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা-সহ অন্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মেট্রোর সহকারী জেনারেল ম্যানেজার শরদ শ্রীবাস্তব, চিফ অপারেশন ম্যানেজার সাত্যকি নাথ এবং চিফ সেফটি কমিশনার অমরেন্দ্র কুমার। মুখ্যমন্ত্রী জানান, মেট্রো কর্তৃপক্ষ রাজ্যকে জানিয়েছেন, তাঁরা এখন সীমিত পরিষেবা দিতে পারবেন। শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাত্রীদেরই প্রাধান্য দেওয়া হবে।
আরও পড়ুন: মেট্রোর ভিড় কমাতে অনলাইন বোর্ডিং পাস?
আরও পড়ুন: আক্রান্ত বাড়লেও মৃত্যুর হার কমানোর দিকে জোর কলকাতায়