Double Conventions

জোড়া কনভেনশন শহরে, বিক্ষোভও

সিপিএমের কৃষক সভার নেতা হান্নান মোল্লা কনভেনশনের উদ্বোধন করেন, প্রস্তাবনা পেশ করেন মোর্চার রাজ্য শাখার নেতা কার্তিক পাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ০৫:৪১
Share:

সংযুক্ত কিসান মোর্চার কনভেনশন। মৌলালি যুব কেন্দ্রে। —নিজস্ব চিত্র।

কৃষক ও শ্রমিকদের দাবি নিয়ে আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর কলকাতায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে লাগাতার সমাবেশ করবে সংযুক্ত কিসান মোর্চা। তার মধ্যে ২৬ নভেম্বর রাজভবন অভিযানও হওয়ার কথা। সারা দেশ জুড়েই ওই তিন দিন কর্মসূচি নিয়েছে কিসান মোর্চা। তারই অঙ্গ হিসেবে কলকাতার কর্মসূচি চূড়ান্ত হয়েছে বৃহস্পতিবার মৌলালি যুব কেন্দ্রে মোর্চার কনভেনশনে। সিপিএমের কৃষক সভার নেতা হান্নান মোল্লা কনভেনশনের উদ্বোধন করেন, প্রস্তাবনা পেশ করেন মোর্চার রাজ্য শাখার নেতা কার্তিক পাল। উপস্থিত ছিলেন অমল হালদার, বিপ্লব মজুমদার প্রমুখও। রানি রাসমণির সমাবেশের আগে আগামী ১১ থেকে ১৫ নভেম্বর ব্লক স্তরে বিক্ষোভ চলবে। আইন করে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিশ্চিত করা, বিদ্যুতের স্মার্ট মিটার বাতিল, কেন্দ্রীয় চারটি শ্রম কোড বাতিল করা এবং রাজ্যে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি অবিলম্বে মিটিয়ে দিয়ে নতুন কাজের দাবি তোলা হবে নভেম্বরের বিক্ষোভ ও সমাবেশ থেকে। কনভেনশনের পরে সংবাদমাধ্যমের উপরে দিল্লিতে পুলিশি নিপীড়নের প্রতিবাদে মৌলালিতে বিক্ষোভও হয়েছে কিসান মোর্চার ডাকে। কিসান মোর্চার পরে মৌলালি যুব কেন্দ্রেই এ দিন আর একটি কনভেনশন থেকে ইউএপিএ এবং প্রস্তাবিত তিনটি ফৌজদারি বিল বাতিলের দাবি তুলেছে ‘ফ্যাস্টিস্ট আরএসএস-বিজেপির বিরুদ্ধে বাংলা’ নামক মঞ্চ। সিএএ, এনআরসি-র বিরুদ্ধে আন্দোলনে গ্রেফতার হওয়া সব রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তির দাবিও তোলা হয়েছে সেখানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement