প্রবীণ-নির্যাতন রুখতে তথ্যচিত্র

প্রবীণ নাগরিকদের উপরে অত্যাচার এবং মানব পাচারের এমনই ভূরি ভূরি অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে। এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে দু’টি তথ্যচিত্র তৈরি করেছে রাজ্য মহিলা কমিশন। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০৪:৪৩
Share:

প্রতীকী ছবি।

সম্পত্তি লিখে দেওয়ার জন্য ষাটোর্ধ্ব মায়ের উপরে নির্যাতন চালাচ্ছে সন্তান। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে বাড়ি থেকে এনে প্রেমিক বিক্রি করে দিচ্ছে যৌনপল্লিতে। প্রবীণ নাগরিকদের উপরে অত্যাচার এবং মানব পাচারের এমনই ভূরি ভূরি অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে। এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে দু’টি তথ্যচিত্র তৈরি করেছে রাজ্য মহিলা কমিশন।

Advertisement

ওই কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানান, তথ্যচিত্র দু’টি সব জেলায় পাঠানো হবে। মানব পাচার এবং প্রবীণ নাগরিকদের উপরে নির্যাতন রোধে সেগুলি যাতে প্রচারের কাজে ব্যবহার করা হয়, সেই আবেদন জানানো হবে জেলাশাসকদের।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি-র সর্বশেষ রিপোর্ট বলছে, রাজ্যে প্রবীণ নাগরিকদের উপরে অত্যাচার সংক্রান্ত অভিযোগের সংখ্যা ২০১৪ সালে ছিল ১১৮। ২০১৬ সালে তা বেড়ে হয়েছে ১৮৪। ইন্টারনেটে আপত্তিকর ছবি ছড়িয়ে মহিলাদের সম্ভ্রমহানির ঘটনাও উত্তরোত্তর বেড়ে চলেছে। ওই রিপোর্ট অনুয়ায়ী ২০১৬ সালে মানব পাচারের ঘটনায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। এই রিপোর্ট নিয়ে রাজনৈতিক আকচাআকচিও হয়েছে।

Advertisement

লীনাদেবী জানান, প্রবীণদের উপরে অত্যাচার বিষয়ক তথ্যচিত্রে অভিনয় করেছেন চিত্রা সেন। অভিনেত্রী বলেন, ‘‘একটা সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি অভিনয় করেছি। ওই তথ্যচিত্রে দেখানো হয়েছে, ছেলে ও পুত্রবধূ আমার কাছ থেকে জোর করে সম্পত্তি লিখিয়ে নিতে চাইছে। আমাকে মারধরও করা হচ্ছে।’’ তথ্যচিত্রের পরবর্তী অংশে দেখানো হয়েছে, এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী ওই মহিলাকে উদ্ধার করে পুলিশে খবর দেন। পুলিশ গ্রেফতার করে অভিযুক্তদের। চিত্রাদেবী বলেন, ‘‘নারী নির্যাতন বা প্রবীণদের উপরে অত্যাচার বন্ধে আইন হয়েছে। তবু এই ধরনের অত্যাচার বন্ধ হয়নি। আমরা নিজেরা সচেতন না-হলে এই ধরনের অপরাধ কমবে না। সেই সচেতনতা বাড়াতেই তথ্যচিত্র তৈরি হয়েছে।’’

কমিশন জানিয়েছে, প্রতিটি তথ্যচিত্রই গল্পনির্ভর। মানব পাচার বিষয়ক তথ্যচিত্রের বিষয়বস্তু প্রেমে প্রতারণা। দেখানো হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে যৌনপল্লিতে বিক্রি করেছে এক যুবক। অভিনেতা-অভিনেত্রীরা পারিশ্রমিক নেননি। লীনাদেবী বলেন, ‘‘চিত্রাদেবী ছাড়াও তথ্যচিত্র দু’টিতে অভিনয় করেছেন টেলি-দুনিয়ার অনেক পরিচিত অভিনেতা-অভিনেত্রী।’’

ডাইনি প্রথা এবং সাইবার অপরাধ নিয়ে আরও দু’টি তথ্যচিত্র নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছে কমিশন। তবে সেগুলি শেষ হতে সময় লাগবে। কমিশনের চেয়ারপার্সন বলেন, ‘‘প্রবীণ নাগরিকদের উপরে অত্যাচার এবং মানব পাচার রোধে তৈরি তথ্যচিত্র দু’টি ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলায় জেলায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement