Corona

‘আমরা করব জয়’, গান শুনিয়ে কোভিড রোগীদের বার্তা দিলেন চিকিৎসকরা

গলা মেলালেন হাসপাতালের সুপার অমিয় কুমার বেরা। ছিলেন চিকিৎসক মামুন কবীর, অনির্বাঁ দত্ত-সহ অনেকেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ০৮ মে ২০২১ ১৯:৪৩
Share:

হাসপাতালে তখন চলছে সঙ্গীত অনুষ্ঠান। —নিজস্ব চিত্র

ওঁরা কাচের ঘরে, যেন বিচ্ছিন্ন দ্বীপে ‘নির্বাসিত’। স্বজন বান্ধবহীন হয়ে রোজ পাঞ্জা কষছেন মৃত্যুর সঙ্গে। সেই সব করোনা রোগীদেরই গান গেয়ে অসুখকে জয় করার বার্তা দিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক এবং নার্সরা।

Advertisement

কোভিড হাসপাতালে শতাধিক রোগীর নিয়মিত সেবা, ওষুধ খাওয়ানোর সঙ্গে নানা জটিল চিকিৎসা পদ্ধতি পালন। তারই ফাঁকে রোগীদের মন ভাল রাখতে গিটার বাজিয়ে তাঁদের গান শোনালেন হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা। তাঁদের সঙ্গে গলা মেলালেন হাসপাতালের সুপার অমিয় কুমার বেরা। ছিলেন চিকিৎসক মামুন কবীর, অনির্বাণ দত্ত-সহ অনেকেই।

হাসপাতালে এমন উদাহরণ আগে বড় একটা দেখা যায়নি। শনিবার হাসপাতালে এমন দৃশ্য দেখে অবাক হয়েছেন অনেকেই। হাসপাতাল সুপার বলছেন, ‘‘চিকিৎসকদের গলায় ‘উই শ্যাল ওভারকাম’ গানটা সংগ্রামীদের এই লড়াইয়ে অনেকটা এগিয়ে দিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement