Forward Bloc

নতুন দল বিআরএফবি

নবপ্রতিষ্ঠিত এই দলে এ দিন রাজ্যের নানা প্রান্ত থেকে বেশ কয়েক জন নেতা যোগও দিয়েছেন বলে দাবি শিবপ্রসাদের। বাংলার জন্য দলের রাজ্য কমিটিও গঠন করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৪ ০৭:৩৮
Share:

নতুন দল ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক (বিআরএফবি) প্রতিষ্ঠার ঘোষণা। কলকাতা প্রেস ক্লাবে। — নিজস্ব চিত্র।

ফরওয়ার্ড ব্লক ভেঙে তৈরি হল নতুন দল ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক (বিআরএফবি)। নতুন দলটির প্রতিষ্ঠা উপলক্ষে শনিবার সম্মেলন হয়েছে ভারতসভা হলে। দলের বাংলার পর্যবেক্ষক শিবপ্রসাদ তিওয়ারির সভাপতিত্বে ওই সম্মেলনের উদ্বোধন করেন দলের সর্বভারতীয় সভাপতি রত্নেশ্বর গগৈ। বিআরএফবি-র তরফে জানানো হয়েছে, সম্মেলনে ১৩টি জেলার ১৫০ জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন। নবপ্রতিষ্ঠিত এই দলে এ দিন রাজ্যের নানা প্রান্ত থেকে বেশ কয়েক জন নেতা যোগও দিয়েছেন বলে দাবি শিবপ্রসাদের। বাংলার জন্য দলের রাজ্য কমিটিও গঠন করা হয়েছে। তবে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের দাবি, ওঁদের সঙ্গে আগে থেকেই ফরওয়ার্ড ব্লকের কোনও সম্পর্ক নেই। ওঁরা ফরওয়ার্ড ব্লকের নাম ‘অন্যায়’ ভাবে ব্যবহার করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement