মমতাকে শিক্ষা দিতে দিলীপদের তলব অমিতের

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং সরকারকে চাপে ফেলতে এ বার আটঘাট বেঁধে তৈরি হচ্ছে বিজেপি। সে ব্যাপারে কৌশল ঠিক করতে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ হঠাৎ জরুরি তলব করেছেন এ রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ এবং যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ০৩:০১
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং সরকারকে চাপে ফেলতে এ বার আটঘাট বেঁধে তৈরি হচ্ছে বিজেপি। সে ব্যাপারে কৌশল ঠিক করতে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ হঠাৎ জরুরি তলব করেছেন এ রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ এবং যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়কে। অমিতের নির্দেশে আজ, বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন দিলীপবাবু এবং সুব্রতবাবু।

Advertisement

নোট বাতিলের প্রতিবাদে নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন মমতা। তাঁর ভাষা নিয়েও বিতর্ক হচ্ছে। রোজ ভ্যালি-কাণ্ডে তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর আর্থিক প্রতারণার একটি পুরনো অভিযোগে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে ধরেছে পুলিশ। বিজেপির অভিযোগ, তৃণমূলের রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই গ্রেফতার। দলের রাজ্য দফতর-সহ বিভিন্ন জেলা দফতরে তৃণমূলের হামলা চলছে। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিধায়ক মনোজ টিগ্গা আক্রান্ত হয়েছেন। কাঁচরাপাড়ায় রাহুল সিংহ এবং খড়্গপুরে দিলীপবাবুর সভায় অনুমতি দেওয়া হয়নি। বিজেপি সূত্রের খবর, তাই মমতাকে ‘সবক’ শেখাতে এবং লোকসভা ভোটের কথা মাথায় রেখে দিলীপবাবুদের জরুরি তলব করেছেন অমিত। মমতা সাম্প্রতিক কালে মোদী-সহ বিজেপি নেতৃত্বকে আক্রমণ করে কোথায় কী বলেছেন, তার তালিকা অমিত চেয়েছেন। ওই তালিকা সমেত অমিতের সঙ্গে দিলীপবাবুদের আজকের বৈঠকে পরবর্তী রণকৌশল ঠিক হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement