গুনে গুনে ‘বদলা’র হুমকি দিলীপের

ফিরহাদের মন্তব্য, ‘‘ওরা গাঁধীজিকে মেরেছে। ওরা খুন করবে, সেটাই তো স্বাভাবিক। ওটাই ওদের সংস্কৃতি। বাংলার মানুষ এই সংস্কৃতির সঙ্গে অভ্যস্ত নয়।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮ ০২:৩৩
Share:

দিলীপ ঘোষ। —ফাইল চিত্র।

রথযাত্রা ‘রক্তাক্ত’ হওয়ার হুমকি ফের দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুরুলিয়ার পাড়ার জনসভায় দিলীপ বললেন, ‘‘তৃণমূলের লোকেরা রথের সামনে এলে শহিদ হতে হবে।’’ উত্তরে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া ‘‘চামচিকেও পাখি, বিজেপিও পার্টি! কী মন্তব্য করব!’’

Advertisement

শুক্রবার পুরুলিয়ার পাড়া ব্লকের আনাড়ার জনসভায় দিলীপবাবু বলেন, ‘‘আমরা বদলা, হিংসায় বিশ্বাস করি না। কিন্তু আপনারা মানুষের সাথে প্রতারণা করেছেন। গণতন্ত্রকে হত্যা করছেন। সব লাল কালিতে লিখে রাখছি। বদল ফদল নয়, বদলা নেব। গুনে গুনে বদলা নেব। কেউ বাদ যাবেন না।”

ফিরহাদের মন্তব্য, ‘‘ওরা গাঁধীজিকে মেরেছে। ওরা খুন করবে, সেটাই তো স্বাভাবিক। ওটাই ওদের সংস্কৃতি। বাংলার মানুষ এই সংস্কৃতির সঙ্গে অভ্যস্ত নয়।’’

Advertisement

তৃণমূলের জেলা সভাপতি ও মন্ত্রী শান্তিরাম মাহাতোও বলেছেন, ‘‘বিজেপি আদতে গুন্ডাদের দল, সেটা আবার প্রমাণিত হল। ওরা গো রক্ষার নাম করে গোটা দেশ জুড়ে নিরীহ সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement