Dilip Ghosh

‘মাথা খারাপ করে ছাড়ব’, তৃণমূল, পুলিশকে হুঁশিয়ারি দিলীপের

শুক্রবার খড়্গপুর ও নারায়ণগড়ের মকরামপুরে দু’টি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন রাজ্য বিজেপি-র সভাপতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ১৭:৫৩
Share:

খড়্গপুরে দলীয় কর্মসূচিতে দিলীপ ঘোষ। —নিজস্ব চিত্র

জে পি নড্ডার কনভয়ে হামলার নিন্দা করে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ। শুক্রবার খড়্গপুর ও নারায়ণগড়ের মকরামপুরে দু’টি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন রাজ্য বিজেপি-র সভাপতি। তৃণমূলের পাশাপাশি পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Advertisement

শুক্রবার খড়্গপুরে দলীয় একটি কার্যালয়ের দ্বারোদ্ঘাটন করেন দিলীপ। উদ্বোধনের আগে মিছিল করে যান সেখানে। সূচনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আমাদের সভাপতি যখন কনভয় করে যাচ্ছিলেন তখন বড় বড় ইট মেরে গাড়ি ভাঙা হয়েছে। চোট লেগেছে নেতাদের। কোথাও আমরা সভা করতে গেলে সেখানে রাস্তা আটকানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন বুঝতে পেরেছেন। তাই আটকাচ্ছেন। রাস্তাঘাটে সর্বত্র শুনছেন জয় শ্রীরাম। আর তা শুনেই রক্তচাপ বাড়ছে। সেটা আরও বাড়বে। মাথাটা খারাপ করে ছাড়ব।’’

পুলিশকেও নিশানা করেছেন দিলীপ। তিনি বলেন, ‘‘বিজেপি নেতা-কর্মীদের উপর হামলা হচ্ছে। আর পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে। এত কিছুর পরেও পুলিশ বলছে, কিছুই হয়নি। পুলিশের অশোক স্তম্ভের সম্মান দেব। তাঁদের পোশাকের সন্মান দেব। কিন্তু পুলিশকে প্রমাণ করতে হবে, কারা মেরেছে ইট। যে দুষ্কৃতীরা আমাদের মারছে, তাদের কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাতে হবে।’’

Advertisement

আরও পড়ুন: নড্ডার কনভয়ে হামলা নিয়ে এ বার মুখ্যসচিব ও ডিজি-কে দিল্লিতে তলব

আরও পড়ুন: ভেন্টিলেশন থেকে বার করা হল বুদ্ধদেবকে, কথা বলছেন, তপনবাবুর খোঁজ করলেন

খড়্গপুরের পর নারায়ণগড়ের মকরামপুরে দলীয় গৃহ সম্পর্ক অভিযানে যান দিলীপ। সেখানেও একই ভাবে তৃণমূল এবং পুলিশকে আক্রমণ করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement