বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ফাইল চিত্র।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় যে দিন বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে গেলেন, সে দিনই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের তাৎপর্যপূর্ণ মন্তব্য, “অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। কিছু জন গিয়েছেন। কিছু এখনও রয়েছেন। তাঁরা উৎপাত করছেন। সবাইকে বাদ দেব। এরা চায় না, বিজেপি শক্তিশালী হোক।” দিলীপ রবিবার ফেসবুকে এই মন্তব্য লিখেছেন। প্রসঙ্গত, বিজেপি সূত্রের খবর, রাজীবকে কয়েক মাস আগেই ‘শো-কজ’ করতে চেয়েছিলেন দিলীপ। কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের আপত্তিতে তা করতে পারেননি। দিলীপের এ দিনের ফেসবুক পোস্টের জবাবে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষের অবশ্য কটাক্ষ, “এটা শুভেন্দু অধিকারীকে লেখা দিলীপ ঘোষের চিঠি। জবাব কী হয়, তা জানার অপেক্ষায় থাকলাম।”