মিঠুন চক্রবর্তী এবং দিলীপ ঘোষ। ফাইল চিত্র।
তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করেছিলেন মিঠুন চক্রবর্তী। তার ভিন্ন সুর এ বার শোনা গেল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের গলায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দলীয় কর্মসূচিতে গত মঙ্গলবার হুগলিতে এসে মিঠুন তৃণমূল নেতা-বিধায়কদের যোগাযোগ রাখার দাবি করে মন্তব্য করেছিলেন, দল ‘পচা আলু’ চায় না! ‘ভাল’দের সঙ্গে যোগাযোগ আছে। দলীয় নেতৃত্ব বললে তিনি ওই যোগাযোগে থাকা নামের তালিকা জমা দেবেন। সিঙ্গুরে বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতে ছিলেন দিলীপ। মিঠুনের ওই দাবি প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমার জানা নেই। যাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাঁরা বলতে পারবেন। দল বদল করতে চায়, এমন কারও সঙ্গে আমি যোগাযোগ রাখি না!’’ সিঙ্গুরে এসে শিল্প নিয়ে তৃণমূলকে আক্রমণও করেছেন দিলীপ। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছিলেন, দল বদলের জন্য তৃণমূল বা অন্য দল থেকে যোগাযোগ রাখা সম্পর্কে মিঠুন যা বলছেন, তা নিয়ে তাঁর কিছু জানা নেই। মিঠুন অবশ্য ব্যাখ্যা করেছেন, তিনি যা বলেছেন, তার ‘দায়িত্ব’ তাঁরই। যোগাযোগ রাখার বিষয়টা তাঁর সঙ্গেই। বিজেপির অন্য কোনও নেতাকে এই নিয়ে প্রশ্ন করলে তাঁদের কিছু জানার কথা নয়। তৃণমূল নেতা তাপস রায়ের কটাক্ষ, ‘‘মিঠুন ভাল অভিনেতা। তিনি ডায়লগ দিয়ে যাচ্ছেন। অথচ তাঁর দলের নেতাদেরই এই নিয়ে কিছু জানা নেই!’’