Dilip Ghosh

বিশ্বনাথের ঘরে দিলীপ, চর্চা শহরে

আরএসপি-র রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরীর পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন প্রদেশ বিজেপি সভাপতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ০৩:৫১
Share:

সাক্ষাৎ: রবিবার বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

আরএসপি-র রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরীর পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন প্রদেশ বিজেপি সভাপতি। কথা বললেন নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়ের সঙ্গে।

Advertisement

রবিবার বালুরঘাট শহরের বিশিষ্ট নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে এ ভাবেই জনসংযোগ করলেন দিলীপ ঘোষ। রাজনৈতিক নেতা থেকে শহরের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক বা নাট্যকারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা বললেও, শহরবাসীর একাংশের বক্তব্য, আসন্ন পুরভোটকে ‘পাখির চোখ’ করেই দিলীপের এই কর্মসূচি।

তৃণমূলের অন্দরমহলের কানাঘুষো, গত পুরভোটে বালুরঘাটে প্রার্থী নির্বাচন ঘিরে কোন্দল ও পরে দুর্নীতির অভিযোগ নিয়ে দলে চাপ ছিল। এমন অবস্থায় বিজেপির রাজ্য সভাপতির বামনেতা বিশ্বনাথের বাড়িতে যাওয়ায় রাজনৈতিক ভাবে তৃণমূলের লাভ হল বলে মনে করছে শাসক শিবির। তৃণমূলের কার্যকরী জেলা সভাপতি দেবাশিস মজুমদারের কথায়, ‘‘বামেরা মুখে সিএএ-র প্রতিবাদ করছেন। ভিতরে তাদের সঙ্গে বিজেপির ভাল সম্পর্ক রয়েছে।’’

Advertisement

বিশ্বনাথ অবশ্য বলেন, ‘‘উনি আমার স্বাস্থ্যের খোঁজ নিতে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে এসেছিলেন। ওঁর সঙ্গে কোনও রাজনৈতিক কথা হয়নি।’’ দিলীপ জানান, ‘‘বিধানসভায় বিশ্বনাথদার সঙ্গে দেখা হয়। সব সময় হাসি মুখে থাকেন। তাই বালুরঘাটে এসে তাঁর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করলাম।’’

শহরের বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক জন নেতার বক্তব্য, পুরভোটে নাগরিক পরিষেবার উপরেই ভোটারেরা গুরুত্ব দেন। নতুন নাগরিকত্ব আইন পুরভোটে তেমন প্রভাব ফেলবে না বলেই তাদের অভিমত।

বামফ্রন্টের আমলে বালুরঘাট পুরসভার উন্নয়নের কথা রাজ্যে ছড়িয়েছিল বলে শহরের বাসিন্দাদের একাংশের দাবি। রাজনৈতিক মহলের বক্তব্য, সেই কারণে এ বারের পুরভোটেও আরএসপি ‘নির্ণায়ক’ হতে পারে বলে তৃণমূল ও বিজেপি শিবিরের ধারণা। তার জেরেই বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে বিশ্বনাথের সাক্ষাৎ নিয়ে চর্চা শুরু হয়েছে।

বিজেপির এক নেতার কথায়, ‘‘তৃণমূলের আমলে গত বার পুরভোটে ২৫টি আসনের মধ্যে আরএসপি ১১টি আসনে জয় পেয়েছিল। তৃণমূল ১৪টি আসন পেয়ে পুরসভা দখল করে।’’

দলীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে প্রাতর্ভ্রমণে বে়ড়িয়ে শহরের প্রাক্তন কংগ্রেস নেতা তথা বার অ্যাসোসিয়েশনের সভাপতি শেখর দাশগুপ্ত, বার সম্পাদক বিদ্যুৎ রায়, শহরের বিশিষ্ট চিকিৎসক রামেন্দু ঘোষ, দেবব্রত ঘোষের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন দিলীপ। পাশাপাশি সিএএ-র সমর্থনে পথচারীদের হাতে লিফলেটও তুলে দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement