মেদিনীপুুরে দিলীপ। নিজস্ব চিত্র
নারদ-কাণ্ডে সিবিআই যাঁদের ডাকছে, তাঁদের সকলেরই উচিত তদন্তে সহযোগিতা করা। রবিবার বেলদায় এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ।
এ দিনই শেষ হয়েছে বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ স্কুলের হীরকজয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সাংসদ হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ। নারদ-কাণ্ডে পুলিশকর্তা এসএমএইচ মির্জাকে নিয়ে সিবিআইয়ের মুকুল রায়ের ফ্ল্যাটে অভিযান সম্পর্কে দিলীপ বলেন, ‘‘সিবিআই যাঁদেরকে ডাকছে বা যা বলছে, সকলেরই সহযোগিতা করা উচিত। মানুষ সত্য দেখতে চায়।’’ এ দিন সকাল থেকেই স্কুলে ছিল নানা অনুষ্ঠান। স্বাস্থ্য পরীক্ষা, প্রাক্তনীদের পুনর্মিলন, জল সঙ্কট এবং তার প্রতিকার নিয়ে কর্মশালাও হয়।
মেদিনীপুর বিজেপির আইনজীবী সেলের উপস্থিত হয়ে দিলীপ আবার এনআরসি প্রসঙ্গে মুখ খুলেছেন। দিলীপ বলেন, ‘‘নাগরিকত্ব আইন সংশোধন বিল এনে আমরা বাঙালি হিন্দুকে নাগরিকত্ব দেব। ভয়ের কারণ নেই। ওরা (তৃণমূল) পাহাড়ে গোর্খাদের ভয় দেখাচ্ছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে উদ্বাস্তুদের ভয় দেখাচ্ছে। জঙ্গলমহলে উপজাতি, আদিবাসীদের ভয় দেখাচ্ছে। ভুল প্রচার করে ভয় দেখাচ্ছে। এই ভয়ের রাজনীতি বন্ধ করে দেব।’’ বিজেপির রাজ্য সভাপতির আর্জি, ‘‘কেউ ভয় পাবে না।’’