ক্ষমা চেয়েও মুখ্যমন্ত্রীকে হুমকি দিলীপের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর অশালীন মন্তব্যের জন্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার বিধানসভায় দুঃখপ্রকাশ করলেন। কিন্তু পরক্ষণেই বাইরে এসে পাল্টা হুমকিও দিলেন তৃণমূল নেত্রীকে। বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কটূক্তির জন্য ক্ষমা চাইতে হবে মমতাকেও। না হলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যের সব আদালতে মামলা করবে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ০৩:০১
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর অশালীন মন্তব্যের জন্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার বিধানসভায় দুঃখপ্রকাশ করলেন। কিন্তু পরক্ষণেই বাইরে এসে পাল্টা হুমকিও দিলেন তৃণমূল নেত্রীকে। বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কটূক্তির জন্য ক্ষমা চাইতে হবে মমতাকেও। না হলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যের সব আদালতে মামলা করবে বিজেপি।

Advertisement

মমতা সম্পর্কে দিলীপের মন্তব্য নিয়ে ক’দিন তুলকালাম চলছে রাজ্য রাজনীতিতে। এ দিন বিধানসভার ভিতরে তাঁকে চেপে ধরেন শাসক দলের সদস্যরা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দিলীপবাবু যে মন্তব্য করেছেন তা বাঞ্ছনীয় নয়।’’ এর পরে দুঃখপ্রকাশ করেন দিলীপ। বলেন, ‘‘রাজনীতিতে আমি নতুন। উত্তেজনার বশে কিছু বলে ফেলেছি। এতে মুখ্যমন্ত্রী যদি অসম্মানিত বোধ করেন, আমি দুঃখিত।’’

দিলীপবাবুর খেদ প্রকাশের পাশাপাশি এ দিনই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে বিজেপি। অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনর্গল কটু কথা বলছেন মমতা। দিলীপের এই অবস্থানে বিজেপি-তৃণমূল সংঘাত তীব্রতর হয়েছে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘‘বিধানসভায় দুঃখপ্রকাশ করে নিস্তার পাবেন না বিজেপি সভাপতি। অশালীন মন্তব্যের জন্য ওঁর বিরুদ্ধে মামলা যেমন চলছে চলবে।’’ দিলীপবাবুকে চেপে ধরতে মঙ্গলবার প্রস্তুত ছিল শাসক দল। সোমবার উত্তর ২৪ পরগনায় বিজেপির একটি সভায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হমকি দিয়ে দিলীপ বলেন, ‘‘আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমি ক্যারাটে, লাঠি খেলা জানি।’’ সেই প্রসঙ্গ টেনে এ দিন বিধানসভায় সরকার পক্ষের উপ মুখ্যসচেতক তাপস রায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর অপমানে মানুষ যদি ক্ষুব্ধ হয়, তবে কি উনি ক্যারাটে, কুংফুর বিদ্যা দিয়ে সব সামলে উঠতে পারবেন?’’ সভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসের প্রশ্ন, আপনি কি ব্ল্যাকবেল্ট? দিলীপের জবাব, তিনি এতই পারদর্শী যে বেল্টের ব্যাপারটাও অপ্রাসঙ্গিক।

Advertisement

রাজনীতির কারবারিদের মতে, এই চাপানউতোরের উর্ধ্বে বৃহত্তর রাজনীতি রয়েছে। তৃণমূল মনে করছে, বাংলায় হিন্দু মেরুকরণের সম্ভাবনা কম। কিন্তু বিজেপির সঙ্গে সংঘাতে গেলে তাদের পক্ষে সংখ্যালঘু ভোটের মেরুকরণ হবে। তাতেই বাজিমাত করবেন তাঁরা। দিলীপবাবুরা মনে করছেন, এখনই রাজ্য দখল সম্ভব না হলেও মেরুকরণ-মন্ত্রে বাংলায় তাঁদের জনভিত্তি বাড়বে। সে জন্য দিলীপের বক্তব্যকে যেমন কৌশলে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে তৃণমূল। তেমনই তিলকে তাল করার সুযোগ পাচ্ছেন দিলীপও। মমতার বিরুদ্ধে অশালীন মন্তব্যের জেরে তাঁকে পাথর ছুড়ে রাজ্য ছাড়া করার ডাক দেন টিপু সুলতাম মসজিদের ইমাম মৌলানা নুরুর রহমান বরকতি। প্রতিবাদে কাল টিপু সুলতান মসজিদ পর্যন্ত মিছিল করবে বিজেপি। আবার বরকতিকে বিঁধে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘‘লাদেনের মৃত্যুর পরে একমাত্র বরকতিই জানাজার নমাজ পড়েছিলেন। সন্ত্রাসবাদীদের এমন সমর্থক আর কোন ভাষায়
কথা বলবেন!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement