মেয়রকে ‘ডেঙ্গিশ্রী’ বলে কটাক্ষ দিলীপের

বিজেপি-সহ সব বিরোধী দলেরই অভিযোগ, রাজ্য সরকার ডেঙ্গি আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমিয়ে দেখাতে প্রকৃত তথ্য ধামাচাপা দিচ্ছে। এর প্রতিবাদে ডেঙ্গি মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার সল্টলেকের করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করে বিজেপি। সেই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের কিছু ক্ষণ ধস্তাধস্তি হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ০৩:৫৭
Share:

শোভন চট্টোপাধ্যায় এবং দিলীপ ঘোষ।

সল্টলেকে বিক্ষোভের নাম দেওয়া হয়েছিল ‘ডেঙ্গিশ্রী বিক্ষোভ’। পরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও দাবি করলেন, ডেঙ্গি ধামাচাপা দিতে সক্রিয়তার জন্য কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ‘ডেঙ্গিশ্রী’ উপাধি দিক রাজ্য সরকার। এমনকী, সরকার না দিলে তাঁরাই মেয়রকে ওই উপাধি দেবেন বলেও জানিয়েছেন দিলীপবাবু।

Advertisement

আরও পড়ুন: অবশেষে আমেরিকা যাওয়ার অনুমতি সুদীপকে

বিজেপি-সহ সব বিরোধী দলেরই অভিযোগ, রাজ্য সরকার ডেঙ্গি আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমিয়ে দেখাতে প্রকৃত তথ্য ধামাচাপা দিচ্ছে। এর প্রতিবাদে ডেঙ্গি মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার সল্টলেকের করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করে বিজেপি। সেই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের কিছু ক্ষণ ধস্তাধস্তি হয়। দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি-র মিছিল পাঁচ নম্বর সেক্টরে পৌঁছনোর পরে স্বাস্থ্য ভবনের অদূরে পুলিশের ব্যারিকেডে বাধা পান বিক্ষোভকারীরা। কিন্তু সেই ব্যারিকেড ভেঙে তাঁরা স্বাস্থ্য ভবনের ফটকের সামনে পৌঁছে যান। সেখানে মশারি টাঙিয়ে রাস্তায় বসে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে। বিক্ষোভকারীদের তিন জনকে আটক করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। তাঁদের ছেড়ে দেওয়ার দাবিতে স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় অবরোধ করেন বিজেপি কর্মীরা। পরে তাঁরা অবরোধ তুলে নেন এবং পুলিশও আটক তিন জনকে ছেড়ে দেয়।

Advertisement

ডেঙ্গি-বিক্ষোভে বিজেপি। সোমবার সল্টলেকে। ছবি: স্নেহাশিস ভট্টাচার্য।

এ দিন সন্ধ্যাতেও যাদবপুর ৮ বি বাসস্ট্যান্ডে পথসভায় দিলীপবাবু ডেঙ্গি নিয়ে ফের সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রী নিজের ভাবমূর্তি রক্ষা করতে ডেঙ্গির তথ্য গোপন করছেন। মৃত্যু নিয়ে রাজনীতি করছেন।’’ দিলীপবাবু আরও বলেন, ‘‘মেয়র তো চ্যাম্পিয়ন! লোক পাঠিয়ে ডাক্তার এবং ল্যাবরেটরিগুলিকে ধমক দেওয়াচ্ছেন, যাতে তাঁরা ডেঙ্গি না লেখেন। মুখ্যমন্ত্রী তো কন্যাশ্রী, যুবশ্রী, বিশ্রী, কুশ্রী অনেক কিছু চালু করেছেন। এ বার বরং মেয়রকে ডেঙ্গিশ্রী দিন।’’

ডেঙ্গি মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ দিনই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এসইউসি। এ নিয়ে দলের রাজ্য সম্পাদক সৌমেন বসু মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী শশী পাঁজার সঙ্গে দেখা করে সেই চিঠি জমা দেন এসইউসি নেতৃত্ব। আক্রান্তদের রক্তের প্রয়োজন মেটাতে ধারাবাহিক ভাবে রক্তদান শিবির করছে সিপিএম। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, ডেঙ্গি নিয়ে সরকারের ঘুম ভাঙাতে আগামী ২ নভেম্বর কলকাতায় পদযাত্রা করবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement