ফিরহাদ হাকিমের (ববি) সঙ্গে ইকবাল আহমেদ এবং নারদ নিউজের প্রতিনিধির কথোপকথনের অসম্পাদিত দীর্ঘ ফুটেজ সম্প্রতি আবার প্রকাশ করেছে নারদ নিউজ। এই ফুটেজের সত্যতা আমরা যাচাই করিনি। ববি হাকিম নিজেও একাধিক বার বলেছেন, এই ফুটেজ নকল, বানানো। কিন্তু যে অসম্পাদিত ফুটেজ নারদ নিউজের তরফে প্রকাশ করা হল, তাতে ববিকে নানা কথা বলতে দেখা যাচ্ছে। শুধু টাকার আদানপ্রদানের বিষয়ে নয়, দলের বিষয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে, মমতা-মুকুল সম্পর্কের বিষয়ে, অনুব্রত মণ্ডলের ভোট কৌশলের বিষয়ে এবং আরও নানা বিষয়ে মন্তব্য করেছেন ববি। সেই সব মন্তব্য যে পরে এমন বিস্ফোরক হয়ে উঠবে, তা হয়তো ববি নিজেও জানতেন না। নারদ নিউজের প্রকাশিত সেই ভিডিওয় যে কথোপকথন দেখা যাচ্ছে, তা তুলে ধরা হল এখানে:
নারদ নিউজ : স্যার আমরা পরিকাঠামো এবং নগরোন্নয়নের ক্ষেত্রে অনেক কাজ করছি এবং অনেক কোম্পানিই তাতে লগ্নি করছে।
ববি: কী ধরণের কাজ?
নারদ নিউজ :পরিকাঠামো মানে টাউনশিপ প্ল্যানিং এবং ডেভলপমেন্ট।
ববি: আপনারা এখন কলকাতায়?
নারদ নিউজ : না আমি চেন্নাইতে।
ববি: না না। আজ কি আপনারা কলকাতায় থাকছেন?
নারদ নিউজ : হ্যাঁ। আজ আমরা কলকাতায় থাকছি।
ববি:আপনি কি আড়াইটের সময় আমার রাইটার্স বিল্ডিংয়ের অফিসে আসতে পারবেন? আমি ওখানে থাকব। আমি আমার প্রিন্সিপাল সেক্রেটারিকে ডাকব।
ইকবাল: এখন দরকার নেই। এখন দরকার নেই। এখন ইলেকশনের সময় ওরা ফান্ড দেবে। নির্বাচনের পর কি হবে, না হবে তখন দেখা যাবে।
নারদ নিউজ: স্যার আমরা এখন শুধুমাত্র নেটওয়ার্কটা তৈরি করছি।
ববি: কি আছে ( ব্যাগ থেকে টাকা বের করতে দেখে)...
নারদ নিউজ : ৫ লাখ।
ববি: আপনি রাখুন। ১ মিনিট, ১ মিনিট। আমি নেব। আপনার থেকেই নেব। একটু রাখুন। আমি নেব রাখুন।
ইকবাল : কটা সিট পাব বলে মনে হচ্ছে ববি?
ববি: ২৮ থেকে ২৯টা হবে। (লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল প্রসঙ্গে এ কথা বলেন।)
ইকবাল : আসানসোল কি হবে? দোলা?
ববি: ডাউট আছে। নিজের সিট নিজে নষ্ট করেছে। ফালতু বাবুল সুপ্রিয়কে এত গুরুত্ব দিয়ে দিল..
ববি: (ফোন তুলে) হ্যাঁ, এই পাপু বা কেউ আছে নীচে? পাপুকে ডাক তো।
ইকবাল: ....
ববি: কেএমডিএ-র বড় বড় কাজ আছে টেন্ডার দিচ্ছ না কেন?
ইকবাল: ওখানে তো সব ফিট আছে।
ববি: কিচ্ছু ফিট নেই। ফ্যালো টেন্ডার। শা... আমি করিয়ে দেব। অনেক কাজ রয়েছে। রোজ কাজ রয়েছে। বিভিন্ন এলাকায়।
ইকবাল: নির্বাচনের পর?
ববি: নির্বাচনের পর অনেকগুলো কাজ দেব। তুমি তোমার ইয়ে দিয়ে দাও। আমি যা টেন্ডার বেরোবে তোমাকে প্রথমেই ইমেল করে পাঠিয়ে দেব। এখন দেখে নাও তুমি কোন কাজটা করবে। (মোবাইল বেজে উঠল.. ফোন ধরে বললেন) এই কোথায় আছিস রে? চট করে একবার আমার বাড়িতে চলে আয় তো। চট করে আয়।
ইকবাল: এবার টাকাটা নিয়ে নিক কেউ।
ববি: এই ডাকলাম। নিচ্ছে।
ইকবাল: ( ববি সম্পর্কে নারদের প্রতিনিধিকে বললেন) খুব কাজের লোক। বড় বড় কাজ করেন। ছোট কাজে হাত দেন না।
ববি: ছোট কাজে আমরা হাত দিলে শিশুরা কী করবে?
(আদানি গ্রুপ প্রসঙ্গে)
ববি: আদানিকে তৈরি করেছে মোদী। ওকে যা করেছে মোদীই করেছে।
নারদ নিউজ: ওকে তৈরিই করেছে মোদী। কিছুই ছিল না ওঁর।
ববি: ওঁর ১০০ কোটি টাকার মতো ছিল।
নারদ নিউজ: তার চেয়েও কম। আমি আদানির সঙ্গে কাজ করেছি মুম্বই অফিসে। আপনি কি গৌতম আদানিকে চেনেন? তাঁর সঙ্গে দেখা করেছেন?
ববি: না, আমার সঙ্গে পরিচয় নেই।
নারদ নিউজ: উনি কিন্তু বেশ ভদ্র লোক। কোনও সন্দেহ নেই।
ববি: উনি কি গুজরাতি?
নারদ নিউজ: গুজরাতি।
নারদ নিউজ: আপনি যদি পরিচয় করতে চান। আমি তাঁকে ফোন করতেও পারি।
ববি: হ্যাঁ, আপনি ফোন করুন।
নারদ নিউজ: আমি ভারতের যে কোনও কর্পোরেটের সঙ্গে আপনার যোগাযোগের ব্যবস্থা করতে পারি। আমার কাজটাই তাই।
ববি: (মাথা নেড়ে সম্মতি জানালেন। ততক্ষণে ঘরে অন্য কেউ ঢুকেছেন। তাঁর দিকে আঙুল দেখিয়ে ববি নারদ নিউজের প্রতিনিধিকে বললেন) এঁকে দিয়ে দিন। (যে ঘরে এসেছেন, তাঁকে ববি বললেন, ওই রুমে নিয়ে গিয়ে নিয়ে নে। অন্য ঘরে গিয়ে টাকা গুণে, কাগজে মুড়ে, প্যাকেটে ঢুকিয়ে নিলেন এক ব্যক্তি। আবার ববির চেম্বারে ফিরে আলোচনা শুরু।)
দিদির কী হল। মুকুলদার সঙ্গে একটা প্রবলেম হয়ে গেল দিদির। মুকুলদা কি করল নিজের যাঁরা যাঁরা আছে, সব শিউলি-ফিউলি সবাইকে টিকিট দিয়ে দিয়েছিল। এবার দিদি শা... ক্ষেপে গেল। দিদি বলল আমি কোনও এমএলএ-কে টিকিট দেব না। শিউলিকে কাটতে গিয়ে সব ঝাড় হয়ে গেল। মুকুলদা নিজের চারপাশে যাঁদের দেখে সব তাঁদেরই নাম লিখে দিয়েছিল। দিদি বলল আরে! মুকুলের গাড়িতে যারা ঘোরে তাদেরই সব এমপি করে দিতে হবে? শঙ্কু পাণ্ডা, শিউলি, শান্তনু সেন। দেব টিকিট পেত না। ওখানে, আরে দেব যেখানে দাঁড়িয়েছে, মেদিনীপুরের সিটটা..., ঘাটাল। ওখানে ওয়াহিদুল বলে একটা ছেলের নাম লিখে দিয়েছিল মুকুলদা। প্রফেসর না কি যেন? এখন কী হয়েছে, দিদির কাছে একটা চিঠি গিয়েছে যে ওয়াহিদুল প্রফেসর নয়, নকল প্রফেসর। এই বার দিদি বলছে, মুকুল পেয়েছেটা কি! পার্টিটা কি বিক্রি করে দিচ্ছে? লিস্ট-ফিস্ট ছিড়ে ফেলে সে বিশাল কাণ্ড। লাস্ট দিন যে দিন ঘোষণা করবে (প্রার্থী তালিকা), তার আগের দিন রাতে হঠাৎ শিবাজী পাঁজার ওখানে দেবের সঙ্গে দেখা। নেমতন্ন খেতে গিয়ে। দেবকে জবরদস্তি ধরে পাশে বসিয়ে দিদি বলছে, তোমাকে দাঁড়াতে হবে। জবরদস্তি। দেব বলছে, দিদি আমার এটা একেবারে পিক টাইম। আরও ১০ বছর হয়ে গেলে তার পর না হয় ঠিক আছে। কিন্তু এই সময়ে আমকে দাঁড় করালে কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আমার হাতে এখন ৩০টি বই দিদি। আমি টাইম দিতে পারছি না। ৩০টা সই করেছি। কিন্তু শ্যুটিংয়ে সময় দিতে পারছি না। এই সময় ভোটে দাঁড়ালে আমি মরে যাব দিদি। দিদি বলছে, আমাকে তাহলে ত্যাগ করে দাও। আমি তোমার দিদি নই.. হ্যান নই.. ত্যান নই। ছেলেটা এমনি ভাল ছেলে। এইখানে এসে বসে কাঁদছে আমার কাছে এসে। বলছে, গুরু কী হবে? ৩০টা বই সই করা আছে আমার পোঁ... এখনও প্রডিউসার ঘুরে বেড়াচ্ছে। আমি শা... বই নিচ্ছি না। আমার ৫ মিনিটও টাইম নেই গুরু। আমি শা.. ফেঁসে যাব। আমার লাইফটা শেষ হয়ে যাবে বস। তুমি দিদিকে বল। আমি বললাম, কেউ বলবে না গুরু। মমতা ব্যানার্জিকে বলার কেউ নেই। কারও বাপের ক্ষমতা নেই মমতা ব্যানার্জির সামনে গিয়ে বলার। তুমি দাঁড়িয়ে যাও। এটা কিছুই নয়। বড় বড় অভিনেতারা ভোটে দাঁড়িয়েছে। পার্লামেন্ট এমন কিছু ব্যাপার নয়। তুমি তো এমনিই যাবে ও দিকে। মাসে এক দিন যাবে পার্লামেন্টে। শ্যুটিংয়ে যাবে যখন দিল্লিতে, তখন পার্লামেন্টে যাবে, একটা ঘর পাবে। শা.. ফোকটে থাকবে। আর নিজের কেন্দ্রে? দ্যাখো, আমি হলে একটা রাস্তায় গেলে, পাশের রাস্তার লোক জানবে না। তুমি যদি একটা রাস্তায় ঘুরে আসো, পুরো এলাকায় চাউর হয়ে যাবে দেব এসেছে, দেব এসেছে। ছেলেটা কিন্তু খুব ভাল ছেলে। সিম্পল ছেলে। ডাউন টু আর্থ। তোমার সঙ্গে দেখা হলে তোমার পা ছুঁয়ে নমস্কার করবে। একটা এমপি ইলেকশন ঠিক ভাবে লড়তে গেলে কমপক্ষে ১ কোটি টাকা লাগে। আমাদের সুবিধাটা কী আছ, যে আমরা যেহেতু আমরা রিলেশন মেইনটেইন করি, কেউ শা... এটা তৈরি করে দিচ্ছে, কেউ ওটা দিয়ে দিচ্ছে আমরা বুঝতেও পারি না। কোথা দিয়ে কী মাল আসছে আমরা নিজেরাও জানি না। দিদিকে টাকা দিতে চাইছে... নিচ্ছে না। অম্বানি নিজে আমাকে বলেছে। ফোকটিয়া কিছু...। বলে দিয়েছে, না। কাজ করতে হবে। মানুষের কাজ করতে হবে।
অন্য ব্যক্তি: মুনমুন সেনে কী হবে। সন্ধ্যা রায়?
ববি: মুনমুন সেন জিতে যাবে। সন্ধ্যা রায় জিতে যাবে। ওই সব এলাকায় মমতা ব্যানার্জি ছাড়া অন্য কোনও দল নেই। অন্য কোনও দল পোলিং এজেন্ট দিতে পারবে না। মেদিনীপুর শহরটা একটু টাফ আছে।
অন্য ব্যক্তি: বাপ-বেটা?
ববি: বাপ-বেটাও (শিশির-শুভেন্দু) জিতবে। ওরা তো জিতবেই। শা... লক্ষণ শেঠ নিজেই আবার পড়ে গেছে।
অন্য ব্যক্তি: তাপল পালটা টাফ।
ববি: তাপস পালটা একটু টাফ আছে। তবে মোদীই আবার খারাপ করে দিয়ে গেল। বলল, বাংলাদেশিদের ফেরত পাঠাব। তাপস পাল এখন যত রাজ্যের বাংলাদেশিদের নিয়ে...।
অন্য ব্যক্তি: শতাব্দী রায়?
ববি: শতাব্দী জিতে গেছে। জিতে গেছে। (তখনও ফল বেরোয়নি। সবে ভোটগ্রহণ হয়েছে বীরভূমে।) একটু বাদেই আসছে অনুব্রত মণ্ডল। বীরভূমের দুটো সিটই পাবে। সিপিএম এজেন্টদের আগের দিন রাতে গিয়ে সব ঘরে সিল করে দিয়েছে। সাড়ে তিনশো বুথে এজেন্টই দিতে পারেনি।
আরও পড়ুন:
রেলমন্ত্রী থাকার সময়ে মমতাই বরাত দিয়েছিলেন সংস্থাটিকে, অভিযোগ সিদ্ধার্থনাথের