—প্রতীকী ছবি।
পাঁচ বছর আগে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে শিক্ষকদের বকেয়া মেটানো হবে বলে কথা দিয়েছিল রাজ্য। শিক্ষকদের একাংশের অভিযোগ, হাতেগোনা কয়েক জন বকেয়ার কিছু অংশ পেলেও বাকিরা পাননি। এ বারও অভিযোগ, সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটের আগে একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি। ভোটের আগে বকেয়া মেটানোর ব্যাপারে সমস্ত জেলা স্কুল পরিদর্শক (ডিআই) এবং এডিআই-দের নির্দেশ দিয়েছিলেন স্কুলশিক্ষা কমিশনার। কিন্তু, সেই বকেয়া এখনও মেলেনি বলেই অভিযোগ তাঁদের।
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার জানান, নানা কারণে এই বকেয়া রয়েছে। শিক্ষক থেকে প্রধান শিক্ষক হওয়ার পরে প্রথম মাস থেকেই বর্ধিত বেতন আসে না। বকেয়া জমা হয়। নতুন স্কুলে যোগ দেওয়ার পরেও তা-ই। ১৮ বছর শিক্ষকতা করার পরে কিছু আর্থিক সুবিধা মেলে। সেই সব বকেয়াও বাকি সব মিলিয়ে প্রায় ৭০ হাজার শিক্ষকের বকেয়া বাকি আছে বলে সূত্রের খবর। এক-এক জনের ৫০ হাজার থেকে দু’লক্ষ টাকা পর্যন্ত বকেয়া রয়েছে বলে দাবি কয়েকটি শিক্ষক সংগঠনের। ‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেসেস’-এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, “জেলা স্কুল পরিদর্শকেরা জানিয়েছেন, বকেয়া মেটানোর মতো তহবিল নেই।” বেশ কিছু জেলা স্কুল পরিদর্শকদের মতে, এই অভিযোগ পুরোপুরি ঠিক না। বকেয়া মেটানোর কাজ শুরু হয়েছে।