ছবি এএফপি।
দিল্লির হিংসায় নিহত নিরীহ মানুষের পরিবারগুলির জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে সরব হলেন বিশিষ্ট জন ও মানবাধিকার আন্দোলনের কর্মীরা। কলকাতা প্রেস ক্লাবে সিপিডিআর-এর আয়োজনে বুধবার প্রতিবাদ-সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, সাহিত্যিক কিন্নর রায়, প্রাক্তন বিধায়ক ও আইনজীবী ভারতী মুৎসুদ্দি প্রমুখ। ছিলেন সিপিডিআর ইন্ডিয়া-র সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষও। অশোকবাবু বলেন, গুজরাত দাঙ্গার সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর গলায় তা-ও কিছু অনুতাপের সুর ছিল। কিন্তু দিল্লির ঘটনার প্রেক্ষিতে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তাঁর সরকারের মনোভাবে তেমন কিছু চোখে পড়ছে না। হিংসা নিয়ন্ত্রণে দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।