প্রতীকী ছবি।
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ১৫% শ্রমিককে রোটেশনে ব্যবহার করে চটকল খুললেও সব শ্রমিক কাজ পাবেন না বলে আশঙ্কা প্রকাশ করে মুখ্যসচিব রাজীব সিংহকে চিঠি পাঠাল বেঙ্গল চটকল মজদুর ফোরাম। সংগঠনের সভাপতি নবেন্দু দাশগুপ্ত চিঠিতে লিখেছেন, ১৫% শ্রমিক নিয়ে চটকল চলা প্রায় অসম্ভব। যাঁরা কাজ পাবেন না, তাঁদের মধ্যে অসম্তোষ বাড়বে এবং তার জেরে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য লকডাউনের মধ্যে সব শ্রমিককেই মজুরি দেওয়ার দাবি তুলেছে ফোরাম। ঘনবসতিপূর্ণ এলাকায় চটকলের অবস্থানের কথা মাথায় রেখে শ্রমিক ও তাঁদের পরিবারকে মাস্ক, স্যানিটাইজার দেওয়া-সহ গোটা এলাকায় স্বাস্থ্যবিধি ঠিক ভাবে মেনে চলার দিকে প্রশাসনের নজর দেওয়ার আর্জিও জানিয়েছে তারা।