Transport Department

বাসভাড়া নিয়ে চিঠি

বাস-মিনিবাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে, তা নিয়ে যাত্রীদের সঙ্গে নিয়মিত বচসাও হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২০ ০৩:১৫
Share:

প্রতীকী ছবি।

বেসরকারি বাস, মিনিবাস ও ট্যাক্সির ভাড়া নিয়ে সমস্যার সমাধান করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করল ইউটিইউসি। করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বাস, মিনিবাসের জন্য এক বছরের পারমিট ফি মকুব এবং ৬ মাসের জন্য পথকরে ছাড়ের ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু বাস-মিনিবাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে, তা নিয়ে যাত্রীদের সঙ্গে নিয়মিত বচসাও হচ্ছে। এই পরিস্থিতির কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে ইউটিইউসি-র রাজ্য সম্পাদক তাপস দাস চৌধুরী লিখেছেন, এখন বাস কম থাকায় বেশি ভাড়া দিয়েও যাত্রীরা যাতায়াতে বাধ্য হচ্ছেন। কিন্তু এখন সরকার হ্স্তক্ষেপ না করলে পরে আর ভাড়ার বিষয়টি তাদের নিয়ন্ত্রণে থাকবে না। তাই দ্রুত হস্তক্ষেপ চেয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement